দেশ

নৌকাডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যু

The Truth Of Bengal: নৌকা ডুবে মৃত্যু হল চার জনের। ওড়িশায় মহানদীতে এই দুর্ঘটনা ঘতেছে। এখনও নিখোঁজ আরও কয়েকজন। তাদের মধ্যে আছেন চার মহিলা এবং তিন শিশু। শুক্রবার সন্ধ্যায় ঝাড়সুগুড়া জেলার রাঙালির সারদা ঘাট এলাকায় ঘটে এই নৌকাডুবির ঘটনা।

জানা গিয়েছে, নদী পারাপারের সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। সেই সময় ওই নৌকাটিতে অন্তত ৫৮ জন যাত্রী ছিলেন। নৌকাটি ডুবে যাওয়ার পর স্থানীয় মৎস্যজীবীরা ছুটে এসে উদ্ধার করেন কয়েকজনকে। বেশিরভাগ যাত্রী সাঁতরে পাড়ে উঠে আসেন। কিন্তু, ডুবে মৃত্যু হয় চার জনের। বাকি যারা ভেসে গিয়েছেন, তাদের উদ্ধারের চেষ্টা হচ্ছে।

জানা গিয়েছে, একটি মন্দির দর্শন করে নৌকায় চেপে ফিরছিলেন ওই যাত্রীরা। কিন্তু হঠাত নৌকাটি ডুবে যায়। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়। ভেসে যাওয়া যাত্রীদের জন্য গোটা এলাকায় তল্লাশি চলে। তবে এখনও তাদের উদ্ধার করা যায়নি। প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করা হয়েছে।

Related Articles