জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন
Former Jharkhand Chief Minister Hemant Soren got bail

The Truth Of Bengal : জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝাড়খন্ড আদালতে জামিন মঞ্জুর হয় তার। জমি কেলেঙ্কারির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে গত ৩১ জানুয়ারি ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। আজ ঝাড়খন্ড আদালতে জামিন পেলেন তিনি।
Jharkhand High Court grants bail to former Jharkhand Chief Minister Hemant Soren, in the land scam case. pic.twitter.com/xA1b2mfXvn
— ANI (@ANI) June 28, 2024
জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝাড়খন্ড আদালতে জামিন মঞ্জুর হয় তার। জমি কেলেঙ্কারির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। আজ ঝাড়খন্ড আদালতে জামিন পেলেন তিনি। এর আগে জামিনের আর্জি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কিন্তু পরবর্তীতে সেখান থেকে আবেদন প্রত্যাহার করে নেন তিনি নিজেই। অবশেষে আজ তার জামিন মঞ্জুর করলো ঝাড়খন্ড হাইকোর্ট। গত ৩১ জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা তথা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই রাঁচির বিরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন তিনি। প্রায় পাঁচ মাস জেলবন্দী থাকার পর জামিন পেলেন তিনি।
গতকাল, বৃহস্পতিবার রাঁচির এক বিশেষ পিএমএলএ আদালত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরও ১৪ দিনের জন্য বাড়িয়ে দিয়েছিল। ৮.৩৬ একর জমি অবৈধভাবে দখল এবং এই দখলদারির মাধ্যমে আর্থিক নয়ছয় করার অভিযোগ আছে প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাঁচির বিশেষ আদালতে উপস্থিত করা হয়েছিল হেমন্ত সহ এই মামলার ১১ জন অভিযুক্তকে। আদালতে ইতিমধ্যে এদের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করা হয়েছে। পরবর্তী শুনানির কথা ছিল ১১ জুলাই। কিন্তু তার আগেই আজ হেমন্ত সোরেনের জামিন মঞ্জুর করলো আদালত।