
Truth Of Bengal: দীর্ঘ লড়াইয়ের অবসান। মঙ্গলবার ভোর পৌনে তিনটে নাগাদ নিজের বাড়িতেই দেহত্যাগ করেন প্রাক্তন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ। বিদেশমন্ত্রী ছাড়াও তিনি কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
বহুদিন যাবত অসুস্থ ছিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বেঙ্গালুরুতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শেষদিকে রাজনৈতিক কেরিয়ারের অনেকটা সময় কংগ্রেসে কাটালেও বিজেপিতে যোগ দিয়েছিলেন কৃষ্ণ। ২০০৪ সালে কর্নাটকের মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ শেষ হওয়ার পরে মহারাষ্ট্রের রাজ্যপাল হন। ২০০৯ সালে বিদেশমন্ত্রীও হন এসএম কৃষ্ণ। ২০১৭ সালে কৃষ্ণ যোগ দেন বিজেপিতে।
এস এম কৃষ্ণের আমলেই বিশ্বমঞ্চে পরিচিতি পায় বেঙ্গালুরু। এই সময়কালেই তথ্যপ্রযুক্তি সংস্থাগুলো ব্যাপক উন্নতি করে।কৃষ্ণর আমল থেকেই বেঙ্গালুরু ধীরে ধীরে ভারতের ‘সিলিকন ভ্যালি’ হয়ে ওঠে। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন দক্ষিণ ভারতের রাজনৈতিক মহল। সিদ্দারামাইয়া থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু- কৃষ্ণর মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন সকলেই।