দেশ

কর্নাটকে প্রাক্তন ডিজিপির রক্তাক্ত দেহ উদ্ধার, আটক স্ত্রী

Former DGP's bloody body found in Karnataka, wife detained

Truth Of Bengal: বাসভবন থেকে উদ্ধার কর্নাটকের প্রাক্তন পুলিশ প্রধানের দেহ। বেঙ্গালুরুতে ঘটেছে এই ঘটনা। রক্তাক্ত অবস্থায় ওই পুলিশ প্রধানের দেহ পড়ে থাকে মাটিতে। পুলিশের সন্দেহ, খুন করা হয়েছে তাকে। ইতিমধ্যেই আটক করা হয়েছে তার স্ত্রীকে। সূত্রের খবর, পরিবারেরই কেউ তাকে খুন করেছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে সেই সম্পর্কে তদন্ত করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন। পুলিশ কর্তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশের সন্দেহে উঠে আসছে, কোনো রকম ধারালো অস্ত্রের সাহায্যেই খুন করা হয়েছে ওই প্রাক্তন পুলিশ কর্তাকে। তবে ঘটনাটি কিভাবে ঘটেছিল তারই সঠিক তথ্য পেতে ময়না তদন্তের রিপোর্টার অপেক্ষা করছে পুলিশ প্রশাসন।

প্রাক্তন ওই পুলিশ আধিকারিক সম্পর্কে জানা যাচ্ছে, ১৯৮১ সালের ব্যাচের আইপিএস অফিসার ছিলেন তিনি। বর্তমানে তাঁর বয়স ৬৮। জানা যায়, ২০১৭ তে যখন তিনি কর্ণাটক পুলিশের ডিজি ছিলেন, তখনই  অবসর নিয়ে নেন তিনি। কোনও পারিবারিক সমস্যা তার চলছিল কিনা তাও খোতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই একাংশের তরফ থেকে দাবি করা হয়েছে, ঋণে জর্জরিত ছিলেন অবসরপ্রাপ্ত ওই পুলিশ কর্তা। তার এই খুনের পেছনে পরিবারের কোনও আর্থিক সমস্যা ছিল কিনা তাও পুলিশ খতিয়ে দেখছে।

Related Articles