দেশ

ভারত সফরে আসছেন নেপালের বিদেশমন্ত্রী

The foreign minister of Nepal is coming to visit India within the next week

The Truth of Bengal: ভারত সফরে আসছেন নেপালের বিদেশমন্ত্রী নারায়ণ প্রকাশ সৌদ। আগামি এক সপ্তাহের মধ্যেই ভারত সফরে আসছেন তিনি। সৌদ  জানিয়েছেন ভারত-নেপাল এই দু-দেশের মধ্যে একটা সুদীর্ঘ ইতিহাস আছে। এছাড়াও দু-দেশের সম্পর্ক বেশ মধুর ও পারস্পরিক বন্ধন অটুট রয়েছে। সৌদ জানিয়েছেন দ্বিপাক্ষিক সম্পর্ককে বেঁধে রেখেছে দুই দেশের মানুষের পারস্পরিক বন্ধন। সেই কারণেই দুদেশের মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠক ও সফর চলতেই থাকে। অস্ট্রেলিয়ার পার্থে ভারত মহাসাগর সংক্রান্ত এক সম্মেলনে গিয়েইএমনই জানান নারায়ণ প্রকাশ সৌদ।

নেপালের বিদেশমন্ত্রী যখন দু-দেশের সুসম্পর্কের কথা বললেন তেমনই নেপাল সফরে গিয়েও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন। সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরে পুজো দেন তিনি। দু’দেশের মঙ্গল কামনায় একটি চারাগাছ রোপণও করেন। সমাজমাধ্যমে তিনি লেখেন, “আমাদের দু’দেশের মঙ্গল এবং বন্ধনের জন্য প্রার্থনা করেছি।

”নেপাল-ভারত দু’দেশের মধ্যে বিদ্যুৎ সম্পর্কিত একটি দীর্ঘমেয়াদি চুক্তি ও সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলিতে বিনিয়োগ বৃদ্ধির চুক্তিও স্বাক্ষরিত হয়। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ ও এনটিপিসি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্রও স্বাক্ষরিত হয়। তবে এই চুক্তি গুলি ছাড়াও এর আগে আরও ১২টি চুক্তি সাক্ষরিত হয়েছে চিন ও নেপালের মধ্যে। এদিকে আগামী সপ্তাহের মধ্যেই ভারত সফরে নেপালের বিদেশমন্ত্রী নারায়ম প্রকাশ সৌদ। ভারত সফরের আগেই রামমন্দিরের সাংস্কৃতিক ও ধর্মীয় প্রভাবের কথাও উল্লেখ করেন তিনি। সবমিলিয়ে সৌদের ভারত সফরে দুদেশের সম্পর্ক যে আরও সুদৃঢ় হবে তা বলাই বাহুল্য।