কপালের নাম গোপাল…লটারি যখন স্বর্গে তোলে বা নরকে নামায়
Forehead name is Gopal... Lottery when it raises to heaven or descends to hell

The Truth Of Bengal : ভাগ্য যে কখন কার সহায় হয় তাকেও বলতে পারেনা। জীবনে দুঃখ দিয়ে শুরু করে শেষ হাসি দেখে হাসবেন তা আমরা কেউই বলে দিতে পারি না। তবে যদি পাওয়া যায় নিজের ভাগ্যকে বদলানোর সুযোগ তাহলে তো কেউই সেই সুযোগ হাতছাড়া করতে চান না। হ্যাঁ, আপনার নিজের পরিশ্রমেই ভাগ্য আপনার সাথ দিতে পারে পশ্চিমবঙ্গ ডিয়ার লটারির মাধ্যমে। এখানে রোজ বহু মানুষ লটারি কেনেন নিজেদের ভাগ্য বদলানোর আশায়। আজ সারা দিনে মোট তিনবার লটারি খেলার ফল প্রকাশ হবে।
প্রথমবার হবে ২টো, দ্বিতীয় বার সন্ধ্যে ৬ এবং তৃতীয়বার হবে রাত ৮ টায়। যার প্রথম পুরস্কার হলো ৫০ লক্ষ টাকা। দ্বিতীয় পুরস্কার ৯০০০ টাকা। তৃতীয় পুরস্কার হবে ৫০০০ টাকা। আর সবশেষে চতুর্থ পুরস্কার হল ২৫০০ টাকা। এছাড়াও রয়েছে হাজার টাকার সান্তনা পুরস্কার। এই লটারিটি বহুবার ভাগ্য বদলেছে বহুজনের। কিন্তু এই লটারি কাটার প্রবণতাটি যদি নেশায় পৌঁছয় তাহলে খুব মুশকিল। এই লটারি যেমন আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারবে ঠিক তেমনি একেবারে নিঃস্ব করে দিতে পারে। তাই এই খেলা খেলার আগে সাবধান হন।