
The Truth of Bengal: চলতি বছরের ভারতে বৃষ্টিপাত সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ক্লাইমেট ট্রেন্ডস। এই সংস্থা আবহাওয়া নিয়ে কাজ করে। ক্লাইমেট ট্রেন্ডস প্রকাশিত তথ্যানুসারে, রাজস্থানের পশ্চিমভাগ এবং কচ্ছ এলাকায় চলতি বছরে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। ফলে স্থানীয় মানুষজনকে দুর্ভোগে পড়তে হয়েছে।অন্যদিকে, ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বাতাস ঢোকে কেরল দিয়ে। কেরলেই চলতি বছরে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে বলে জানা গিয়েছে।
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, চলতি বছরের অগাস্টে দেশের নানা অংশে অনাবৃষ্টি দেখা দেয়। পূর্বাভাস মতো সেপ্টেম্বরে বৃষ্টিপাত হলেও এক্ষেত্রেও বৃষ্টিপাতের স্বাভাবিক কোটা পূরণ হয়নি। অগাস্টের বৃষ্টিপাতের ঘাটতি মেটাতে সেপ্টেম্বরে পর্যাপ্ত বৃষ্টিপাত হলে সেক্ষেত্রে দেশের নানা এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হত।ভারতে চলতি বছরে বৃষ্টিপাতের অস্বাভাবিকতা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পরিবেশবিদরা। পরিবেশবিদরা জানিয়েছেন, আবহাওয়ার এই খামখেয়ালিপনার জন্যে দায়ী বিশ্ব উষ্ণায়ন।
মৌসম ভবন সূত্রের খবর, সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় ৪৮ শতাংশ অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। এছাড়া পশ্চিম রাজস্থানে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে ৪২ শতাংশ ও হিমাচল প্রদেশ এবং তেলেঙ্গানায় অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে যথাক্রমে ১৯ শতাংশ ও ১৫ শতাংশ।মৌসম ভবন আরও জানিয়েছে, চলতি বছরের অগাস্টে বৃষ্টিপাতের ক্ষেত্রে সর্বাধিক ঘাটতি দেখা দিয়েছে গত ১২২ বছরের মধ্যে। এক্ষেত্রে ঘাটতির পরিমাণ ৩৬ শতাংশ বলে জানা গিয়েছে।
Free Access