দেশ

বাতিল উড়ান, ‘অপারেশন সিঁদুর’ পর বন্ধ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর

Flights cancelled, multiple airports in North India closed after 'Operation Sindoor'

Truth Of Bengal: ‘অপারেশন সিঁদুর’ পর বাতিল হয়েছে উত্তর ভারতের একাধিক বিমান। বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি বিমান বন্দর। পাকিস্তানে হামলার পরেই বন্ধ করে দেওয়া হয়েছে ধরমশালা, লে, জম্মু, শ্রীনগর এবং অমৃতসর বিমানবন্দর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই বিমানবন্দরগুলি থেকে কোনও ফ্লাইট ওঠা-নামা করবে না।

ইতিমধ্যেই এই মর্মে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট, ইন্ডিগোর তরফ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। বিমান সংস্থাগুলির তরফে জানান হয়েছে,‘ শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড়, ধর্মশালা, পোরবন্দর, রাজকোট, পাঠানকোট থেকে আমাদের সমস্ত বিমান বাতিল করা হয়েছে।

এই বিমানবন্দরগুলিতে আমাদের কোনও বিমান নামবেও না। এই পরিস্থিতি মাথায় রেখে সকলকে যাত্রার পরিকল্পনা করতে অনুরোধ করা হচ্ছে।’ এখান থেকেই স্পষ্ট যে, যাত্রীদের সুরক্ষার জন্য উত্তর ভারতে বন্ধ থাকবে একাধিক বিমানবন্দর।এরজেরে ব্যাহত বিমান চলাচল।

উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৮ জনের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত হেনেছে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার মধ্যরাতে শুরু হয় ‘অপারেশন সিন্দুর’। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে নিখুঁত হামলা করার লক্ষ্য নিয়েই অভিযান শুরু করে ভারতীয় সেনা। আর তাতেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র।

এই হামলার পরেই আকাশপথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে শ্রীনগর। আপাতত বিমানবন্দরের দখল নিয়েছে ভারতীয় বায়ুসেনা। সেইসঙ্গে  পাকিস্তানের সীমান্তের কাছাকাছি থাকা আরও একাধিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই বিমানবন্দরগুলি থেকে কোনও ফ্লাইট ওঠা-নামা করবে না। আন্তর্জাতিক বিমানও অন্যত্র ঘুরিয়ে দেওয়া হচ্ছে।  নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Related Articles