দেশ

হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃত একাধিক সদ্যোজাত, প্রশ্নের মুখে যোগী আদিত্যনাথ সরকার

Fire in hospital, several newborns dead, Yogi Adityanath government under question

Truth of Bengal: উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ড। মৃত অন্ততপক্ষে ১০ জন শিশু। ১৬ জন শিশু আহত অবস্থায় একাধিক হাসপাতালে চিকিৎসাধীন। শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেচে বলে অনুমান। অগ্নিকাণ্ডের জেরে হাসপাতাল চত্বরে তৈরি হয় আতঙ্কের পরিস্থিতি। পদপিষ্ট হওয়ার মতো ঘটনাও ঘটে বলে খবর। ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শুক্রবার।

সেই ঘটনায় একাধিক সদ্যোজাতের মৃত্যু হয়েচে বলে খবর। আহত অবস্থায় ১৬ জন শিশুকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। জানা যায়, শুক্রবার রাতে ঝাঁসির ওই হাসপাতালের সদ্যোজাত বিভাগে আগুন লাগে। ওই ওয়ার্ডেই ছিল ১৮টি শয্যা। তবে দুর্ঘটনার সময় আরও বেশি সংখ্যক শিশুকে রাখা হয়েছিল নিকু ওয়ার্ডে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময় ওই ওয়ার্ডে ছিল ৪৭ জন সদ্যোজাত।

আহত অবস্থায় ১৬ জন শিশুকেই বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও বেশ কয়েকজনকে বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সপুলিশের অনুমান, সদ্যোজাতদের নিকু ওয়ার্ডে রাখার জন্য সেখানে অতিরিক্ত মাত্রায় অক্সিজেনের ব্যাবস্থা থাকে। যার জেরে দ্রুত আগুন ছড়িয়ে পড়েতে পারে। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের কর্মীরা পৌঁছে প্রায় দুঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রেন আনে।

প্রাথমিকভাবে ডাক্তার ও স্বাস্থ্য কর্মীরা উদ্ধারকার্যে হাত লাগালেও পরবর্তীতে পুলিশ পৌছে শুরু করে উদ্ধারকাজ। জানা যায় দমকল পৌঁছনোর আগেই শিশু বিভাগের জানালা ভেঙে প্রায় ৩৭ জন শিশুকে উদ্ধার করে বাইরে বের করে আনা হয়েছে। এই মর্মান্তিক ঘটনার জেরে এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মৃত শিশুদের পরিবারপিছু আর্থিক ১০ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেন তিনি। আহতদের পরিবারের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথাও জানান তিনি। সদ্যোজাতদের মৃত্যুতে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যেপর ঘোষণা করেন নরেন্দ্র মোদি সরকার। শনিবার সকালেই উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ বপাঠক হাসপাতালে পৌঁছে প্রাথমিকভাবে সাতজন শিশুর দেহ সনাক্তকরণের কথা জানান।

বাকিদের দেহ সনাক্তকরণের জন্য প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানান উপমুখ্যমন্ত্রী। তবে সরকারী হাসপাতালের শিশু বিভাগে এই অগ্নিকাণ্ডের জেরে ফের প্রশ্নের মুখে পড়ে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। সরকারী হাসপাতালের ব্যার্থতার অভিযোগ আনেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

Related Articles