দেশ

গ্রেটার নয়ডার হোস্টেলে ভয়াবহ আগুন, আতঙ্কে ঝাঁপ ছাত্রীদের

Fire breaks out in hostel in Greater Noida

Truth Of Bengal: গ্রেটার নয়ডার নলেজ পার্ক-৩ এলাকায় অবস্থিত অন্নপূর্ণা গার্লস হোস্টেলে বৃহস্পতিবার সন্ধ্যায় ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার পর আতঙ্কিত ছাত্রীরা একের পর এক হোস্টেলের বারান্দা থেকে ঝাঁপ দিতে থাকেন। সেই ভয়াবহ মুহূর্তের ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সূত্রের খবর, হোস্টেলের একটি এয়ার কন্ডিশনার (AC) বিস্ফোরণের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেই সময় হোস্টেলে একাধিক ছাত্রী ছিলেন। তবে সৌভাগ্যবশত, তাঁরা সকলে নিরাপদেই বেরিয়ে আসতে সক্ষম হন।

আগুন লাগার সময় দু’জন ছাত্রী হোস্টেলের দ্বিতীয় তলায় আটকে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধারের চেষ্টা করেন এবং মই ব্যবহার করে নিচে নামানোর চেষ্টা চালান। তবে নামার সময় এক ছাত্রী হোঁচট খেয়ে পড়ে যান। সৌভাগ্যবশত, তিনি গুরুতর আহত হননি এবং সম্পূর্ণ সুস্থ আছেন বলে ফায়ার ব্রিগেড সূত্রে জানা গেছে।


গ্রেটার নয়ডার চিফ ফায়ার অফিসার প্রদীপ কুমার চৌবে জানান, বিকেল ৫টা নাগাদ ফায়ার ডিপার্টমেন্টে খবর আসে। দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথমে আশঙ্কা করা হয়েছিল যে হোস্টেলের ভেতরে কয়েকজন ছাত্রী আটকে থাকতে পারেন। তবে দমকল বাহিনী পৌঁছানোর আগেই সবাইকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়।

এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি বা প্রাণহানির কোনো খবর নেই বলে নিশ্চিত করেছে দমকল বিভাগ। তবে এই ভয়াবহ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Related Articles