রেখা শর্মার বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্যে FIR মহুয়ার বিরুদ্ধে, ভাবিত নন তৃণমূল সাংসদ
FIR against Mahua for 'offensive' remarks against Rekha Sharma, Trinamool MP not concerned

The Truth Of Bengal : ন্যায় সংহিতার অধীনে এফআইআর দায়ের হল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে। নয়া ফৌজদারি দণ্ডবিধি ন্যায় সংহিতা চালু হওয়ায় মাত্র এক সপ্তাহের মধ্যেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। ন্যায় সংহিতার সেকশন ৭৯ অনুসারে মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জেরে মহুয়ার বিরুদ্ধে এমন পদক্ষেপ করেছে দিল্লি পুলিশ।
হাথরসে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এলাকায় গিয়েছিলে রেখা শর্মা। সেখানকার একটি ভিডিয়ো সামনে আসে। তাতে দেখা যায় এক ব্যক্তি রেখার মাথায় ছাতা ধরে আছেন। যা নিয়ে সোশাল মিডিয়ায় নানা কথা হতে থাকে। সেখানে মহুয়া মৈত্র মন্তব্য করেন, ‘তিনি তাঁর বসের পাজামা ধরতে ব্যস্ত।’ একজন সাংসদ এমন কথা বলতে পারেন না দাবি করে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেয় জাতীয় মহিলা কমিশন। সেই সঙ্গে দিল্লি পুলিশেও অভিযোগ জানায়।
Come on @DelhiPolice please take action immediately on these suo moto orders. Am in Nadia in case you need me in the next 3 days to make a quick arrest.
I Can Hold My Own Umbrella . https://t.co/pXvRSVSzxa— Mahua Moitra (@MahuaMoitra) July 5, 2024
জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার অভিযোগের ভিত্তিতে এবার ন্যায় সংহিতা দণ্ডবিধিতে পদক্ষেপ করল দিল্লি পুলিশ। ন্যায় সংহিতার সেকশন ৭৯ অনুযায়ী, মহিলাদের মর্যাদাহানি হয় এমন শব্দ, ইঙ্গিত বা কাজ অপরাধমূলক হিসেবে গণ্য করা হবে। অভিযোগ প্রমাণিত হলে কড়া শাস্তি দেওয়া হবে অভিযুক্তকে। যদিও দিল্লি পুলিশের এই এফআইআর নিয়ে একেবারের ভাবিত নন মহুয়া। তৃণমূল সাংসদের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে এক্স হ্যান্ডেলে মহিলা কমিশনের ওই বার্তা তুলে ধরেই মহুয়া লেখেন, ‘দিল্লি পুলিশ আসুন অবিলম্বে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন। যদি তিন দিনের মধ্যে আমাকে গ্রেফতার করতে চান, তা হলে নদিয়ায় আসুন। এখন আমি নদিয়াতেই রয়েছি।’ একই সঙ্গে ফের বিষয়টি নিয়ে কটাক্ষ করে লেখেন, ‘আমি আমার নিজের ছাতা নিজে ধরতে পারি।’