
The Truth of Bengal: বেঙ্গালুরুতে রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনায় অন্যতম চক্রীকে গ্রেফতার করেছে এনআইএ। অভিযুক্তের নাম মুজাম্মিল শরিফ। গত ৩ মার্চ তদন্তের দায়িত্ব পেয়েছিল এনআইএ। নানা তথ্যপ্রমাণ ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মুসাভির শাহজি হুসেন নামে এক ব্যক্তিকে চিহ্নিত করে এনআইএ। রেস্তোরাঁর মধ্যে ওই ব্যক্তি বিস্ফোরক বোঝাই ব্যাগ রেখে এসেছিল। তাকে ধরার জন্য ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আবদুল মাতিন তাহা নামে আর জনও আছে সন্দেহের তালিকায়। ওই দুজনকে ধৃত মুজাম্মিল সাহায্য করেছিল বলে অভিযোগ।
গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বিস্ফোরণে ১০ জন আহত হয়েছিলেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছিল। কিন্তু সেই বিস্ফোরকের মাত্রা খুব বেশি না থাকায় জোরালো বিস্ফোরণ হয়নি। তাই বিরাট কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বিস্ফোরণে পর ক্যাফেটি বন্ধ করে দেওয়া হয়েছিল। ঘটনার পর তদন্তে নামে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বিস্ফোরণস্থল থেকে বেশ কিছু জিনিস সংগ্রহ করে। তারপর তদন্ত চালিয়ে আসছিল। সেই তদন্তে এবার বড় ব্রেক থ্রু। বিস্ফোরণে ঘটনার অন্যতম চক্রীকে গ্রেফতার করেছে এনআইএ।
ঘটনার তদন্তে একযোগে গত ১৭ মার্চ বহু জায়গায় তল্লাশি চালায় এনআইএ। সেই সময় তাদের হাতে আসে বেশ কয়েকটি ফোন এবং কিছু নগদ টাকা। সেখান থেকে তদন্তের অনেক ক্লু মেলে। আগেই এক সন্দেহভাজনকে আটক করেছিল এনআইএ। তার কাছ থেকে অনেক সূত্র মেলে। তারপর এই প্রথম অন্যতম চক্রীকে গ্রেফতার করল এনআইএ।