কলকাতাদেশ

প্রশ্ন ফাঁস নিয়ে তুমুল বিতর্ক, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবি বিরোধীদের

Fierce debate over question leak, opposition demands resignation of Union Education Minister

The Truth Of Bengal : নিট-দুর্নীতি নিয়ে ফের উত্তাল লোকসভা ভবন। আজ থেকে শুরু হয়েছে সংসদে অধিবেশন। সেখানেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী দাবি করেন, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের এহেন মন্তব্যের পরে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী-সহ সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও।

প্রসঙ্গত, এদিন শীর্ষ আদালতে নিট মামলার শুনানি রয়েছে। অপরদিকে সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেন, নিট কাণ্ডের প্রশ্ন ফাঁসের কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি৷ তাঁর এই মন্তব্যের পর সুর চড়িয়েছেন বিরোধীরা। সংসদে দাঁড়িয়েই ঝাঁঝাল প্রশ্ন করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী ৷ কটাক্ষের সুরে তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রী নিজেই জানেন না তিনি কী বলছেন! এমনকি সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, তিনিও কটাক্ষ করেন শিক্ষামন্ত্রীকে।

বিরোধীদের তীব্র কটাক্ষ এবং প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পাল্টা বলেন, ‘আমি পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, গত সাত বছরে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনও প্রমাণ পাওয়া যায়নি৷ এই মামলা সুপ্রিম কোর্টে চলছে৷ প্রধান বিচারপতি নিজে এই মামলার বিচার করছেন৷ সুপ্রিম কোর্টের সামনে সমস্ত প্রশ্নের জবাব দেওয়া হয়েছে৷ এনটিএ গঠনের পর ২৪০টি পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু এখনও কোনও বেনিয়মের অভিযোগ ওঠেনি৷’

এরপরেই ভোল বদলে যায় সংসদ ভবনের। বিরোধী শিবির থেকে শুরু হয় তুমুল হই হট্টগোল৷ এমনকি শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি তোলেন তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ বি মণিকম টেগোর৷

পদত্যাগের দাবির পাল্টা প্রতিক্রিয়া দেন ধর্মেন্দ্র প্রধান।তিনি বলেন, ‘আমি এখানে প্রধানমন্ত্রীর অনুগ্রহে রয়েছে৷ যদি দায়িত্ব নেওয়ার প্রশ্ন ওঠে, তাহলে গোটা সরকারই জবাবদিহি করতে বাধ্য৷ একমাত্র বিহারের পাটনার একটি পরীক্ষাকেন্দ্রে বেনিয়মের অভিযোগ উঠেছে৷ সিবিআই এবং বিহার পুলিশ তৎপরতার সঙ্গে সেই অভিযোগের বিচার করছেন৷’

রাহুল গান্ধী পাল্টা বলেন, ‘গোটা দেশের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে পরীক্ষা ব্যবস্থায় বড়সড় গলদ রয়েছে৷ শুধু নিট নয়, সব বড় পরীক্ষার ক্ষেত্রেই তা প্রযোজ্য৷ শিক্ষামন্ত্রী এর জন্য নিজেকে বাদ দিয়ে সবাইকে দায়ী করেছেন৷ আমার মনে হয়, এখানে কী নিয়ে আলোচনা চলছে সেটাই উনি বুঝতে পারছেন না’৷

Related Articles