যোগী রাজ্যে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৭
Fatal blast in Yogi state bet factory, 7 dead

The Truth Of Bengal : যোগী রাজ্যে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭। আহত বহু। আহতদের মধ্যে অনেকের অবস্থা অত্যন্ত আশঙ্কা জনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সম্ভাবনা। রবিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বীর মাহেবা গ্রামে। বাজি কারখানায় আগুন লাগা মাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ ও দমকলবাহিনী ১০ টি ইঞ্জিন । উদ্ধার কর্মীদের সাহায্যে মৃত শ্রমিকদের আগুনে ভস্মীভূত কারখানা থেকে বের করে আনার পাশাপাশি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভম হয়।
পুলিশ সূত্রে খবর বিস্ফোরণের সময় কারখানায় বেশ কিছু শ্রমিক কাজ করছিলেন। যাদের মধ্যে ছিলেন কারখানার মালিক শাহিদ। আচমকাই জোরালো শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের জেরে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। যে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৬ জন শ্রমিক সহ কারখানার মালিকের। মৃতদের মধ্যে ৪ জনের পরিচয় জানতে পারলেও ২ জনের পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
মৃতদের মধ্যে রয়েছে শিব নারায়ণ, সিবকান্ত, অশোক কুমার ও জয়চন্দ্র। প্রশাসনের দাবি এই বাজি কারখানা ছিল লাইসেন্স প্রাপ্ত। দেশজুড়ে একের পর শুরু হয়েছে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা। কিছুদিন আগেই তামিলনাড়ুতে এক বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছিল ৯ জন শ্রমিকের। আহত হয়েছেন বহু জন শ্রমিক। এই ঘটনায় ঘতনাস্থলেই মৃত্যু হয়েছিল ৭ জন শ্রমিকের। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় আরও ২ জন শ্রমিকের।
FREE ACCESS