দেশ
Trending

মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৬

Fatal accident on Mumbai-Nagpur Expressway, 6 dead

The Truth Of Bengal: মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হয় ৬ জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। জানাগিয়েছে হঠাৎই রাস্তার ভুল দিকে চলে আসে একটি গাড়ি। তাতেই উলটো দিক থেকে ছুটে আসা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে ছুটে আসে স্থানীয় পুলিশ প্রশাসন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুম্বই শহর থেকে ৪০০ কিলোমিটার দূরে জালনা জেলার সমরুদ্ধি মহামার্গ এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। শুক্রবার রাতে কাড়ওয়াঞ্চি গ্রামের কাছে মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা তীব্র গতিতে সুইফ ডিজায়ার গাড়িটি ট্রাফিক আইন ভেঙে ভুল দিকে চলে আসে। এর পরেই মুখোমুখি সংঘর্ষ হয় এরটিগা গাড়িটির সঙ্গে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি সংঘর্ষের পর শূন্য উঠে যায়। আছড়ে পড়ে পথের পার্শ্ববর্তী ব্যারিকেডে। রাস্তায় এদিকে ওদিকে ছিটকে পড়েন গাড়িটির ভিতরে থাকা যাত্রীরা।

 

Related Articles