মেট্রোয় চড়তে বাধা কৃষককে, অপরিচ্ছন্ন পোশাকের অজুহাতে বাধাদান
Farmers are prevented from riding the metro

The Truth of Bengal: রোদ বৃষ্টি যাই হয়ে থাকুক না কেন দেশের আম জনতার মুখে দু মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য এরা দিন থেকে রাত অক্লান্ত পরিশ্রম করেন। কিন্তু আদেও কি এরা সমাজে আর পাঁচ জন সাধারণ জনগণের মত স্বীকৃতি পান? না হয়তো পান না। এই রকমই এক চাক্ষুষ প্রমাণ পাওয়া গেল বেঙ্গালুরুর মেট্রো স্টেশনে। এক বয়স্ক কৃষক শুধু মাত্র অপরিচ্ছন্ন বস্ত্র পরায় তাকে উঠতে দেওয়া হল না মেট্রোতে। তাঁর টিকিট থাকা সত্ত্বেও তাকে কেন উঠতে দেওয়া হবে না এই নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। বেঙ্গালুরুর রাজাজিনগর স্টেশনে বস্তা মাথায় মেট্রোয় ব্যাগ চেকিং করার সময় ওই কৃষক কে গেটেই বাধা দেওয়া হয়।
অবাক হয়ে প্রথমে দেখতে থাকেন মেট্রো ধরতে আসা বাকি যাত্রীরাও। পরে কিছু জন যাত্রী এই ঘটনার তীব্র বিরোধিতা করেন। টিকিট কাটা স্বত্বেও কেন কাউকে উঠতে দেওয়া হবে না মেট্রোয়। এই নিয়ে মেট্রোয় থাকা নিরাপত্তা আধিকারিকদের কাছে প্রশ্ন তোলেন বাকি যাত্রীরা। শুধু মাত্র পোশাকের নিরিখে ওই কৃষককে এই ভাবে অপদস্ত হতে হচ্ছে! ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এই বিষয় সামনে আসার পরেই মানবআধিকার কমিশন এই বিষয় খতিয়ে দেখছে। মানবাধিকার কমিশনের পক্ষ থেকে কর্ণাটকের মুখ্যসচিব ও বেঙ্গালুরুর মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডকে চিঠি পাঠানো হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে কর্ণাটকের মুখ্যসচিব ও বেঙ্গালুরুর মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডকে একটি রিপোর্ট জমা দেওয়ার কথাও বলা হয়েছে। এই ধরনের ঘটনা ভবিষ্যতে পুনরায় যাতে না ঘটে সেই বিষয়েও পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে।