গুণমান পরীক্ষায় ফেল! ওষুধ নিয়ে কেন্দ্রীয় সংস্থার রিপোর্টে উদ্বেগ
Failing quality tests! Concerns in central agency report on medicines

Truth of Bengal: এসিডিটি, কোলেস্টেরল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত ওষুধ বিক্রি হচ্ছে বাজারে তা কতটা নিরাপদ, এবার সেই প্রশ্নই তুলে দিল কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের রিপোর্ট। ওষুধের গুণমান পরীক্ষার পর আইসিসিটি, কোলেস্টেরল ও ডায়াবেটিসের ৮৪ টি ওষুধকে বিপদজনক বলে সতর্কতা জারি করা হল।
জানা যায়, এই কেন্দ্রীয় সংস্থা বিভিন্ন রোগের মোকাবিলার জন্য বাজারে যে ওষুধ বিক্রি হয় তার পরীক্ষা চালিয়ে থাকে। তাদের শেষ রিপোর্টে প্রকাশ্যে এসেছিল গত বছরের ডিসেম্বরে। এখানেই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, অ্যাসিডিটি, কোলেস্টরল, ডায়াবেটিস ও জিবানু ঘটিত রোগের মোকাবিলার ক্ষেত্রে বাজারে বিক্রি হওয়া ৮৪টি ওষুধ বিপদজনক।ওই সমস্ত ওষুধের গুণমান অত্যন্ত খারাপ, ফলে এগুলো রোগীদের শরীরের জন্য ক্ষতিকর।
দ্রুত এইসব ওষুধকে বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ জানানো হয়েছিলো এই কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের তরফে। একইসঙ্গে এই সংস্থা জানিয়ে দেয় এই ওষুধ রপ্তানিও করা যাবে না। তবে এই ৮৪ টি ওষুধের তালিকাতে যে যে ওষুধগুলি রয়েছে, সেগুলির নাম এখনো স্পষ্টভাবে জানা যায় নি। কিন্তু এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় চারদিকে।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের পরীক্ষার রিপোর্টে ৫৩ টি ওষুধ ব্যর্থ হয়েছিল। সেখানে উল্লেখযোগ্য ভাবে উঠে এসেছিল প্যারাসিটামলের নাম। এ ছাড়াও ক্ল্যাভাম ৬২৫-এর মতো বহু অ্যান্টিবায়োটিক এবং প্যান-ডির মতো বহুল ব্যবহৃত হজমের ওষুধও ছিল তালিকাতে। স্বাভাবিকভাবেই বহুল জনপ্রিয় সব ওষুধ যদি গুণগত মানের পরীক্ষায় ব্যর্থ হয় সেক্ষেত্রে সাধারণ মানুষের শরীর ঠিক কতটা সুস্থ বা নিরাপদে তা নিয়ে আইটিআই মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।