দেশ

৩ বছর আগে রাখা আইইডি বিস্ফোরক থেকে বিস্ফোরণ!

Explosives from IED explosives placed 3 years ago!

Truth Of Bengal : ৩ বছর আগে তৈরি হয়েছিল ব্লু প্রিন্ট। জঙ্গলের মধ্যে থাকা রাস্তার নীচে মাওবাদীরা পুঁতে রেখেছিল ৬০ কেজি আইইডি বিস্ফোরক। রিমোট কন্ট্রোলের সাহায্যে সেই বিস্ফোরকেই দূর থেকে  বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।

ঘটানাটি ঘটেছিল গত সোমবার। ছত্তিশগড়ের বিজাপুরে ঘটেছিল ভয়ঙ্কর মাওবাদী হামলা। তাতেই মৃত্যু হয়েছিল ৯ জন জওয়ানের। জানা যায় কুটরু থেকে বেদরে যাওয়ার রাস্তা প্রায় ১০ বছর আগে তৈরি হয়েছিল। তিন বছর আগে সেই বৃষ্টির কারণেই জলের তোড়ে ভেসে গিয়েছিল রাস্তা। তারপরই শুরু হয় রাস্তা তৈরির কাজ। ওই সময়ই মাটির নীচে আইইডি পুঁতে রেখেছিল মাওবাদীরা। প্রায় বছর তিন-চার আগে ওই রাস্তা তৈরির কাজের সময় একাধিক জায়গাতেই এভাবে বিস্ফোরক পুঁতে রেখেছিল মাওবাদীরা। তবে এধরণের মাওবাদী অধ্যুষিত এলাকায় রাস্তা তৈরির কাজ হলে সেখানে আধাসেনা বাহিনীর জওয়ানরা উপস্থিত থাকে। কিন্তু সেই নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেও সেখানে বিস্ফোরক লুকিয়ে রাখতে সক্ষম হয়েছিল মাওবাদীরা। তাতেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রসঙ্গত, ৪ জানুয়ারী নারায়ণপুর, বস্তার ও দান্তেওয়াড়ার এসটিএফ ও ডিআরজির টিম অভিযান চালিয়েছিল মাওবাদীদের বিরুদ্ধে। সেই অভিযানেই নিকেশ হয়েছিল ৫ মাওবাদী। জওয়ানরা কোন রাস্তা দিয়ে যাবে, সেকথা আগে থেকে জানা ছিল মাওবাদীদের। সেইমতোই তাদের প্রস্তুতি নেওয়াছিল। নির্দিষ্ট জায়গাতে .জওয়ানসদের গাড়ি পৌঁছতেই দূর থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে সেখানে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।
ঘটনাস্থলেই গাড়ির চালক সহ মৃত্যু হয়েছিল ৯ জনের। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূর পর্যন্তও জওয়ানদের শরীরের অংশ ছিটকে পড়েছিল।

Related Articles