দিল্লিতে ইজরায়েলি দূতাবাসে বিস্ফোরণ! ঘটনাস্থলে মিলেছে চিঠি-পতাকা,
Explosion at the Israeli embassy in Delhi! Letters and flags were found at the scene,

The Truth Of Bengal: ইজরায়েলের প্যালেস্তাইনের মধ্যে সংঘাত অব্যাহত। এই প্রেক্ষাপটে দিল্লিতে ইজরায়েলি দূতাবেসের পেছনে বিস্ফোরণ। বিস্ফোরণের পর ঘটনা স্থল থেকে একটি চিঠি ও পতাকা উদ্ধার হয়েছে। চলছে চিরুনী তল্লাশি। বাড়ানো হয়েছে নজরদারি।
ইজরায়েল প্যালেস্তাইনের মধ্যে লাগাতার সংঘর্ষ চলছে। এই নিয়ে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এরই মাঝে মঙ্গবার দিল্লির চানক্যপুরী এলাকায় ইজরায়েলি দূতাবাসের পেছনে বিস্ফোরণের খবর। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা একাকায় বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা।ছুটে আসে দিল্লি পুলিস, বোম স্কোড, ফরেন্সিক টিম। টানা তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি চিঠি,পতাকা। তবে এইব ইজরায়েলি দূতাবাসে বিস্ফোরণের ঘটনার আগেই হুমকি ই-মেল পায় আরবিআই। যাতে বলা হয়, মুম্বইয়ের ১১টি জায়গায় বোমা রাখা হয়েছে। যার মধ্যে রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং আরও দুটি ব্যাঙ্ক। খবর ছড়িয়ে পড়তেইতীব্র চাঞ্চল্য ছড়ায়। তবে ইতিমধ্যেই কে বা কারা সেই হুমকি পাঠিয়েছে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এদিকে ইজরায়েলি দূতাবাসে বিস্ফোরণ কাণ্ডে, দিল্লি পুলিস সূত্রে খবর ঘটনাস্থলে থেকে টাইপ করা একটি চিঠি পাওয়া গিয়েছে। সেটি লেখা ইজরায়েলি রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে। একই সঙ্গে পাওয়া গিয়েছে একটি ইজরায়েলি পতাকা। গাজায় ইজরায়েলি হামলার প্রতিশোধ নেওয়ার কথা বলা হয়েছে ওই চিঠিতে। এমনটাই সংবাদমাধ্যমের খবর। ঘটনাস্থলটিকে ঘিরে রাখা হয়েছে। এনিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে দিল্লি পুলিস।উল্লেখ্য, ২০২১ সালের ২৯ জানুয়ারি একটি ছোটখানো বিস্ফোরণ হয় দিল্লিকে ইজরায়েলি দূতাবাসের সামনে। ওই বিস্ফোরণে ৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ আহত ও নিহত হয়নি। সেই ঘটনার তদন্ত করছে এনআইএ।তবে ইজরায়েল-হামাসের যুদ্ধ শুরুর পর থেকেই ইজরায়েলি দূতাবাসগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়। এবার মঙ্গলবার বিস্ফোরণের পর দূতাবাসে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
Free Access