জুবিলি হিলসের হোটেলে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি
Explosion at Jubilee Hills hotel, multiple homes damaged

Truth of Bengal: বিস্ফোরণে কেঁপে উঠল জুবিলি হিলসের হোটেল। বিস্ফোরণের অভিঘাতে হোটেলের পাঁচিল ভেঙে বিপত্তি। পাঁচিল থেকে ইঁট, পাথর ছিটকে গিয়ে পড়ে ২০ মিটার দূরে। আহত বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হোটেল সংলগ্ন একাধিক বাড়ি-ঘর। শুরু পুলিশি তদন্ত। রবিবার সাতসকালে বিস্ফোরণ হোটেলে। হায়দ্রাবাদের জুবিলি হিলসের একটি হোটেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভেঙে যায় হোটেলের পাঁচিল।
২০ মিটার দূর পর্যন্ত পাঁচিলের ইঁট, পাথর ছিটকে যায়। ক্ষতিগ্রস্ত হোটেলের আশাপাশে থাকা প্রায় ছয়টি বাড়ি, খবর পুলিশ সূত্রে। এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও বোম্ব স্কোয়াড। কী থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, তা নিয়েই তদন্ত শুরু করে পুলিশ। পুলিশের সেই প্রাথমিক তদন্ত থেকেই জানা যায়, হোটেলে থাকা রেফ্রিজারেটরের কম্প্রেসার থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা যায়, সেই হোটেলের পাশেই বসতি এলাকা রয়েছে। বিস্ফোরণের জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার মানুষজন। ভয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন তারা। ঘটনাস্থলে উপস্থিত হন ডেপুটি পুলিশ কমিশনার, অ্যাসিট্যান্ট পুলিশ কমিশনার সহ পুলিশের শীর্ষকর্তারা। ঘুরে দেখেন ঘটনাস্থল। কথা বলেন হোটেল কর্তৃপক্ষের সঙ্গে। খাইরাতাবাদের বিধায়ক ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
সেই সঙ্গে ক্ষিতপূরণ দেওয়ারও ঘোষণা করেন তিনি। এখনও পর্যন্ত এই ঘটনা ঘটার আসল কারণ জানতে জারি রয়েছে পুলিশি তদন্ত। সেই সঙ্গে যারা বিস্ফোরণের জেরে আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করার ব্যাবস্থাও করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে।