ক্রিকেট খেলতে খেলতেই আকস্মিক মৃত্যু ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার! দেখুন ভিডিও
Engineering student dies while playing cricket Watch Video

Truth of Bengal: হায়দরাবাদের সিএমআর কলেজে একটি আন্তঃকলেজ ক্রিকেট প্রতিযোগিতা চলাকালীন ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। তৃতীয় বর্ষের এক বি.টেক ছাত্র খেলতে খেলতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে সন্দেহ করা হচ্ছে।
ছাত্রটি খাম্মাম জেলার বাসিন্দা ছিলেন। মাঠে খেলার সময় তিনি হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে যান। বিষয়টি দেখে তার বন্ধুরা এবং কলেজ কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে তাকে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
Engineering Student Dies of Cardiac Arrest, while playing Cricket in College
A #Btech final year #student, Vinay Kumar (21), a native of Khammam dist died, of #CardiacArrest (#HeartAttack) while playing cricket at CMR Engineering College, #Medchal , caught in #CCTV… pic.twitter.com/1Gwj178KIf
— Surya Reddy (@jsuryareddy) April 5, 2025
প্রত্যক্ষদর্শীদের মতে, ছাত্রটি খেলায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছিলেন, এমন সময় হঠাৎ করে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হৃদরোগজনিত কারণে হয়েছে। পুলিশ এই ঘটনার প্রেক্ষিতে একটি মামলা দায়ের করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষায় রয়েছে।
এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু নতুন করে প্রশ্ন তোলে—তরুণদের মধ্যেও কেন এত দ্রুত হৃদরোগ দেখা দিচ্ছে? বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য পরীক্ষা এবং সঠিক জীবনযাত্রার অভাবই হতে পারে এর পেছনের কারণ। সমাজে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও সতর্কতা নেওয়া জরুরি হয়ে পড়েছে।