ভোট গণনার দিন বদল এই রাজ্যে! ৩ ডিসেম্বর শুধু ৪ রাজোর ভোট গণনা
Election Counting delayed in Mizoram

The Truth of Bengal: শেষ মুহূর্তে পিছিয়ে গেল মিজোরামের ভোট গণনা। মিজোরামের বিধানসভা নির্বাচনের গণনার দিনবদল জাতীয় নির্বাচন কমিশনের। রবিবারই পাঁচ রাজ্যেই ভোটগণনার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে, সোমবার মিজোরামে গণনা হবে। অর্থাৎ আগামীকাল মোট ৪ রাজ্যে গণনা হওয়ার কথা।
মিজোরাম এনজিও কো-অর্ডিনেশন কমিটির গণনার দিন পিছনো নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এবার গণনার দিন পিছনোর সিদ্ধান্ত কমিশনের। সপ্তাহের অন্য কোনও দিন গণনা হোক, এমনই দাবি করেছিল মিজোরামের একাধিক সংগঠন ও রাজনৈতিক দল। সেই অনুরোধে সাড়া দিয়েই গণনার দিন বদলের সিদ্ধান্ত কমিশনের।
কমিশন তাদের বিবৃতিতে জানিয়েছে, “বিভিন্ন পক্ষ থেকে গণনার দিন ৩ ডিসেম্বর, রবিবারের বদলে অন্য দিন করার অনুরোধ জানানো হয়েছিল। কারণ রবিবার মিজোরামবাসীর কাছে বিশেষ দিন। এই অনুরোধ বিবেচনা করেই মিজোরামে বিধানসভা নির্বাচনের গণনার দিন ৩ ডিসেম্বর, রবিবারের পরিবর্তে ৪ ডিসেম্বর সোমবার হবে।”’
Free Access