দেশ

হাসপাতালে ভর্তি শিণ্ডে, ওদিকে চলছে শপথের প্রস্তুতি! ‘মহা’-ডামাডোল অব্যাহত

eknath shinde admitted in hoapital who is going to be next cm of maharashtra

Truth Of Bengal: বিপুল ভোটে জিতে মহারাষ্ট্র নিজেদের দখলে নিয়েছে মহাজুটি। তবে, মুখ্যমন্ত্রী কে হবেন, তাই নিয়ে দোলাচল অব্যাহত। এই আবহে একনাথ শিণ্ডেকে ভর্তি করা হল হাসপাতালে। বেশকিছুদিন ধরেই অসুস্থ ছিলেন শিণ্ডে।

প্রসঙ্গত, কুর্সি-জট কাটাতে গত সপ্তাহে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেছিলেন মহাজুটির তিন শীর্ষ নেতা- দেবেন্দ্র ফড়ণবিস, একনাথ শিণ্ডে এবং অজিত পাওয়ার। মনে করা হচ্ছিল সেই বৈঠকের পর জট কাটবে। তবে, তা আর হল কই! দিল্লি থেকে ফিরে নিজের গ্রামের বাড়ি সাতারায় চলে গিয়েছিলেন শিণ্ডে। মহারাষ্ট্রে আরেকটি বৈঠকে যোগ দেওয়ার কথা থাকলেও সেদিনই মুম্বই ছাড়েন তিনি। সাতারায় গিয়েই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শিবসেনা নেতা।

জানা গিয়েছিল, জ্বর এবং গলার সংক্রমণে ভুগছিলেন একনাথ। শিবসেনা প্রধানের চিকিৎসার ব্যবস্থা করা হয় গ্রামের বাড়িতেই। তবে পরিস্থিতির উন্নতি না ঘটায় এবার তাঁকে মুম্বইয়ের থানেতে একটি হাসপাতালে ভর্তি করানো হল।

অন্যদিকে, বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠান হবে ৫ ডিসেম্বর। মুম্বইয়ের আজাদ ময়দানে ইতিমধ্যেই মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে গেছে।

তবে, মহারাষ্ট্রের কুর্সি কার?  সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। ৫ ডিসেম্বর কে শপথ নেন, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। সেই অনুষ্ঠানে কি থাকবেন একনাথ শিণ্ডে, সেই নিয়েও জল্পনাও শুরু হয়েছে।

Related Articles