আট মাসের শিশু পুত্রকে বাড়ি থেকে অপহরণ! ভাইরাল সিসিটিভি ফুটেজ
Eight-month-old baby boy kidnapped from home! Viral CCTV footage

Truth Of Bengal: বাড়ি থেকে মাত্র আট মাসের শিশু পুত্রকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গেল এক মহিলা! বৃহস্পতিবার এমনই অভিযোগ উঠেছে ইন্দোরে। এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনাটি ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি লাল শাড়ি পরা মহিলা শিশুটিকে কোলে নিয়ে রাস্তায় দৌড়ে যাচ্ছে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটে গৌরীনগরে, হীরা নগর থানা এলাকার অন্তর্গত।
#WATCH | MP: 8-Month-Old Baby Kidnapped From His Home By Woman In Indore#Indore #MadhyaPradesh #MPNews pic.twitter.com/TZsudVWi08
— Free Press Madhya Pradesh (@FreePressMP) April 17, 2025
শিশুটির নাম নকুল। তাকে বাড়ির বাইরে থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। অনেক খোঁজা খুঁজির পর শিশুটিকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন তার বাবা সন্তোষ সেন সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পুলিশ এসে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। সেখানে দেখা যায়, লাল শাড়ি পরা এক মহিলা শিশুটিকে নিয়ে যাচ্ছে।
ভিডিওটি দেখার পর এলাকার মানুষ ওই মহিলাকে চিনে ফেলে। তিনি মাত্র চারটি গলি দূরে থাকেন। পুলিশ তড়িঘড়ি তার বাড়িতে যায়, সেখানেই শিশুটিকে সুস্থভাবে উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলেই মহিলাকে গ্রেফতার করা হয়। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।