দেশ

লোকসভা নির্বাচন ঘোষণা হতেই ফের কেজরিওয়ালকে তলব করল ইডির

ED again summoned Kejriwal as soon as the Lok Sabha elections were announced

The Truth Of Bengal: লোকসভা নির্বাচনের আগে ফের কপালে ভাঁজ কেজরিওয়ালের। গতকাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সশরীরে হাজির হয়ে জামিন নেওয়ার পরও আবগারি মামলায় ফের তলব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। রবিবার তাঁকে সমন পাঠিয়ে নির্দেশ দেওয়া হয়েছে ২১ মার্চ আপ সুপ্রিমোকে হাজিরা দিতে হবে। আবগারি দুর্নীতি মামলার সঙ্গে সংযুক্ত আর্থিক তছরুপ মামলার তদন্তে তাঁকে তলব করা হয়েছে।

উল্লেখ্য, আবগারি মামলায় ইডির তলব বারবার এড়ানোয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশে শনিবার সশরীরে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির হন তিনি। গতকাল এই মামলায় গ্রেফতার করার বিরুদ্ধে অন্তর্বর্তী জামিন পান কেজরিওয়াল। ১৫ হাজার টাকার সিকিউরিটি বন্ডে ও ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। আদালতের তরফে বলা হয়, “এই অপরাধ জামিনযোগ্য। অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেওয়া হচ্ছে।” লোকসভা নির্বাচনের আগে আপ সুপ্রিমর ভাব মূর্তি খারাপ করতেই বারবার কেন্দ্রের নির্দেশেই তাঁকে তলব করা হচ্ছে বলে আপ নেত্রীত্বরা অভিযোগ করছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরের এই তলব “বেআইনি” এবং “রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত” বলেও অভিযোগ করেছেন তিনি।

অষ্টমবারের তলব এড়ানোর পর কেজরিওয়াল জানিয়েছিলেন, ১২ মার্চের পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইডির আধিকারিকদের মুখোমুখি হতে তিনি রাজি। তবে সশরীরে হাজিরা দেবেন না। সামনেই লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে এই পরিস্থিতিতে দিল্লি এবং পঞ্জাবে নিরবাচনি প্রচারে ব্যস্ত থাকবেন তিনি। এক্ষেত্রে ইদির মুখোমুখি হবেন সেক্ষেত্রে এখনও কোন পরিষ্কার ইঙ্গিত এখনও জানায়নি আপ প্রধান।

FREE ACCESS

 

Related Articles