বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইস্টবেঙ্গলের
East Bengal writes to Prime Minister on situation in Bangladesh

Truth Of Bengal: সম্প্রতি উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। এই ঘটনার জেরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন বহু সংখ্যালঘু হিন্দু পরিবার। এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা করে গত কয়েকদিন আগেই ক্লাব তাঁবুতে এক সংবাদিক সম্মেলন করে প্রতিবাদসভা করেছিলেন ভারতের অন্যতম সেরা ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা।
তাঁদের দাবি ছিল, বাংলাদেশে ইতিমধ্যে বহু সংখ্যালঘু হিন্দু পরিবারের ওপর আক্রমণ হচ্ছে। যা একেবারেই ঠিক কাজ নয়। এবং সাংবাদিক সম্মেলন থেকেই ক্লাব কর্তারা দাবি তুলেছিলেন অবিলম্বে এই জঘন্য ঘটনা বন্ধ করতে হবে। এবং হিন্দু পরিবারগুলির সুরক্ষা সুনিশ্চত করতে হবে।
তবে শুধু সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ করেই ক্ষান্ত থাকল না ইস্টবেঙ্গল ক্লাব। শুক্রবার তারা এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়ে একটি চিঠি দিয়েছে। যাতে ওপার বাংলায় সংখ্যালঘু হিন্দু ভাই-বোন এবং তাঁদের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত থাকে।
এখন দেখা শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের এই চিঠিতে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি কি সিদ্ধান্ত গ্রহণ করেন, তা সময়ই বলবে।