দেশ

নামিদামি চকলেটে মিলল কেঁচো

Earthworm found in Namidami chocolate

The Truth of Bengal: হায়দরাবাদে রবিন জ্যাকিউস নামে এক ব্যক্তি ক্যাডবেরি ডেয়ারি মিল্কের চকলেটে জীবন্ত কেঁচো পেয়েছেন। এই খবর সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করতেই নেটিজেনরা ক্ষোভ উগরে দিয়েছেন।

সূত্রের খবর, রবিন জ্যাকিউস নামের ওই ব্যক্তি হায়দরাবাদে রত্নদীপ রিটেইল স্টোর থেকে ৪৫ টাকার একটি চকলেট কিনেছিলেন। তিনি ওই চকলেট খেতে গিয়ে দেখেন চকলেটের উপর একটি কেঁচো সঞ্চরণ করছে। এরপর ক্যাডবেরি ডয়ারি মিল্ক কেনার বিল এবং চকলেটের উপর এই কেঁচো সঞ্চরণ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। মুহূর্তের মধ্যেই ভিডিও টি ভাইরাল হতে থাকে। পোস্টটি ভাইরালের পর নেটিজেনরা জ্যাকিউসকে কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। অনেকে তো চকলেট কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করতে বলেছেন।

 

এদিকে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন জানান, তারা এই বিষয়ে খাদ্য সুরক্ষা দফতরকে অবহিত করেছেন এবং সমস্যাটি দ্রুত সমাধান করা হবে আশ্বাস দেন। শুধু তাই নয় ক্যাডবেরি ডেয়ারি মিল্ক এর কতৃপক্ষও জ্যাকিউসের সাথে যোগাযোগ করেছে এবং তাদের কাছ থেকে আরও তথ্য জানতে চেয়েছেন। এই সম্পুর্ন ঘটনার ফলে ক্যাডবেরি ডেয়ারি মিল্কের বিক্রি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

Related Articles