দেশ
রিখটার স্কেলে মাত্রা ৩.৭, ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচলপ্রদেশ
Earthquake measuring 3.7 on the Richter scale jolts Himachal Pradesh

Truth of Bengal: দেশে ফের ভূমিকম্প! দিল্লির পর এবার হিমাচলপ্রদেশ। রবিবার সকালে হিমাচলপ্রদেশের মাণ্ডিতে মৃদু কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, এদিন সকাল ৮.৪২ মিনিট নাগাদ মাণ্ডিতে মাঝারি তীব্রতার ভূমিকম্প টের পাওয়া যায়। ভূমিকম্প অনুভূত হয়, ভূ-পৃষ্ঠের মাত্র ৭ কিলোমিটার গভীরতায়।
সূত্র মারফত খবর, মাণ্ডি থেকে ১২ কিমি দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে, শিমলা থেকে ৪৬ কিমি উত্তর ও উত্তর-পশ্চিমে ও কুল্লু থেকে ৫৫ কিমি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
তবে, কম্পন হলেও তাতে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও অবধি পাওয়া যায়নি। কোনও হতাহতের খবরও সামনে আসেনি। তবে, সাম্প্রতিককালে ঘনঘন এত ভূমিকম্পের ঘটনা উদ্বেগে ফেলেছে বিশেষজ্ঞ মহলে। চিন্তায় সাধারণ মানুষও।