
Truth Of Bengal: দ্রুতগামী বাসের ধাক্কায় নিহত হয়েছেন তেলেঙ্গানার একজন শীর্ষ পুলিশ আধিকারিক। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ডিএসপির মৃত্যু হয়। শনিবার সকালে ডিএসপি টিএন নন্দেশ্বর সকালের হাঁটার জন্য বের হয়েছিলেন। ঠিক সেই সময় অন্ধ্রপ্রদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়।
তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার লক্ষ্মণ রেড্ডি পাল্লেম এলাকায় ভোর ৪.৪০ মিনিটে এই ঘটনাটি ঘটে। ডিএসপি টিএন নন্দেশ্বর বাবাজি সকালে হাঁটতে বেরোচ্ছিলেন। ঠিক তখনই একটি দ্রুতগামী বাস তাঁকে ধাক্কা দেয়। হায়াতনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।