দেশ

৩০০কেজি ড্রাগ উদ্ধার, বড়সড় সাফল্য গুজরাট এটিএসের

Drugs recovery

The Truth of Bengal : সারাদেশ জুড়ে লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে। তারই মাঝে আবারও বড়সড় সাফল্য পেল গুজরাট এটিএস। গুজরাট ও রাজস্থান থেকে উদ্ধার করা হয়েছে মেফেড্রোনের মতো ভয়ঙ্কর ড্রাগ। বর্তমানে যার অর্থমূল্য প্রায় ২৩০কোটি টাকা। ড্রাগ পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে  ১৩জনকে । এবিষয়ে আরও জানা গেছে, নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো ও গুজরাট পুলিশের এটিএস ৩টি গোপন ডেরার হদিশ পেয়েছে। পুলিশের মতে গোপন ল্যাবে তৈরি হত মেফেড্রোনের মতো ক্ষতিকারক ড্রাগ। এনসিবির সূত্রে জানা গেছে সেই ল্যাব থেকে ৩০০কেজি নার্কোটিকস মিলেছে । অভিযুক্ত মনোহরলাল এনানি ও কুলদীপ সিং রাজপুরোহিত এই চক্রের চাঁই বলে জানা গেছে। মোট যে পরিমাণ ড্রাগ উদ্ধার হয়েছে,তার মধ্যে ২২.০৮ কিলোগ্রাম মেফেড্রোন ও ১২৪কিলোগ্রাম লিক্যুইড মেফেড্রোন রয়েছে। এর আগে এনানির বিরুদ্ধে ড্রাগের চোরা চক্রে জড়িত থাকার অভিযোগ উঠেছিল।২০১৫তে গ্রেফতার হন তিনি।  যারজন্য ৭বছর তাঁকে কারাগারে কাটাতে হয়।তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য মিলেছে, ভালসাদ জেলার ভাপি শিল্প এলাকায় ড্রাগ তৈরির গোপন কাজকারবার চলছিল।সেইসমস্ত কাঁচামাল কোথা থেকে আসত ? কারা কারা এই ড্রাগ পাচারের চক্রে জড়িত তাও এটিএস স্ক্যানারে এনেছে। তাই ড্রাগের মতো মানব সমাজের ভয়ঙ্কর নেশা থাবা গেড়েছে গুজরাটে।বিজেপি শাসিত রাজ্যে এভাবে মাদক পাচারও চোরাচালান বেড়ে যাওয়ায় বিরোধীরা বারবার অভিযোগ করে।আইনশৃ্ঙ্খলার উন্নতির জন্য সরব হয়।তবুও কিভাবে এইসব ব্যবসায়ীরা অবাধে পশ্চিমভারত ও উত্তরভারতের রাজ্য অবাধ কারবার চালানোর সাহস দেখাতে পারছে তা নিয়ে প্রশ্ন থাকছেই।