দেশ

নজির গড়লেন দিল্লির চিকিৎসক,অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্র ব্যবহার করেই অস্ত্রোপচার

Dr. Mohit Bhandari, a Delhi-based surgeon, performed the surgery using state-of-the-art technology

The Truth of Bengal,Mou Basu: নজির গড়লেন দিল্লির চিকিৎসক মোহিত ভাণ্ডারি। সম্প্রতি টেক জায়েন্ট অ্যাপল অত্যাধুনিক Augmented Reality যন্ত্র অ্যাপল ভিশন প্রো এনেছে। এই অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্র ব্যবহার করেই দিল্লির চিকিৎসক মোহিত ভাণ্ডারি অস্ত্রোপচার করেন। বেরিয়াট্রিক সার্জারি বা দেহের বাড়তি চর্বি বের করার অস্ত্রোপচার করেন তিনি। ৪০ মিনিট ধরে অস্ত্রোপচার হয়। রোগীর বয়স ৪৫ বছর। ওজন ছিল ১৫৫ কিলো। ১৭ মে অস্ত্রোপচার হয়। রোগী স্লিপ অ্যাপনিয়া বা ঘুমের মধ্যে আচমকা নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। এই প্রথম বার অ্যাপল ভিশন প্রো কোনো অস্ত্রোপচারে ব্যবহার করা হল। জটিল অস্ত্রোপচার হলেও নিখুঁত ছবি থ্রি ডি ওয়েতে তুলে ধরে অ্যাপল ভিশন প্রো সাহায্য করেছে দিল্লির চিকিৎসককে। ভারতে অ্যাপল ভিশন প্রোর দাম পড়বে ২.৮৮ লাখ টাকা।