দেশ
Trending

নীতীশের জন্য ‘দরজা খোলা’, লালুর মন্তব্যে রাজনীতিতে চর্চা, ইঙ্গিতপূর্ণ উত্তর নীতীশের

'Doors open' for Nitish, Lalu's remarks on politics

The Truth Of Bengal : লালুপ্রসাদের সঙ্গ ছেড়ে এনডিএ-তে ভিড়েছেন নীতীশ কুমার। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আবার বিহারে সরকার গড়েছে। সেই নীতীশ কুমারকে নিয়ে আবার চর্চা। নীতীশের জন্য দরজা খোলা আছে বলে মন্তব্য করেছেন লালু প্রসাদ যাদব। তাৎপর্যপূর্ণ এই কথায় নীতীশের পাল্টা উত্তর তিনি শরিক দল এবং বিরোধীদের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রেখে চলেন। নীতীশের এই ভাল সম্পর্ক বজায় রাখা মন্তব্যকে রাজনৈতিক মহল ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে।

বারবার শিবির বদলানো নীতীশ কুমাররকে নিয়ে আবারও চর্চা। সদ্য তিনি ইন্ডিয়া জোট ছেড়ে ভিড়েছেন এনডিএ-তে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ফের বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন। আবার কি তিনি লালুর সঙ্গে হাত মেলাতে পারেন? বিধানসভায় নীতীশ কুমার ও লালু প্রসাদ যাদব  মুখোমুখি হওয়ার পর এই প্রশ্ন ঘুরছে। লালুর কাছে সেই প্রশ্ন করা হলে তাঁর উত্তর, আগে ওকে ফিরতে দিন। তারপর দেখা যাবে। দরজা সবসময় খোলা। অর্থাৎ নীতীশ কুমারে যে তাঁর আপত্তি নেই সেটা বুঝিয়ে দিয়েছেন লালুপ্রসাদ। এই তাৎপর্যপূর্ণ জবাব নিয়ে ছড়াচ্ছে জল্পনা।

জোট ভাঙার পর এই প্রথম বিহার বিধানসভায় মুখোমুখি হয়েছিলেন নীতীশ কুমার ও লালু প্রসাদ যাদব। সেখানে তাঁদের সৌজন্য বিনিময় করতে দেখা যায়। তারপর লালুর ‘দরজা খোলা থাকা’ নিয়ে মন্তব্য করেন। এখন প্রশ্ন, লালুপ্রসাদ যে সম্ভাবনার কথা বলেছেন, সেই প্রসঙ্গে নীতীশের মনোভাব কী? এই প্রসঙ্গে নীতীশ কুমার জানিয়েছেন, আমি জানি না কে কী বলেছে। আরজেডির সঙ্গে সব ঠিকঠাক চলছিল না তাই জোট ছেড়ে বেরিয়ে আসি। তবে আমি শরিক দল এবং বিরোধীদের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রেখে চলি। নীতীশ কুমার এই ভাল সম্পর্ক বজায় রাখা মন্তব্যকে রাজনৈতিক মহল ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে।

বারবার শিবির বদলানো নিয়ে রেকর্ড করে ফেলেছেন নীতীশ কুমার। রাজনীতিতে তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই নীতীশ কুমারের শিবির বদলানো নিয়ে আবারও চর্চা শুরু হয়েছে। এনডিএ-তে ভিড়লেও মতের মিল না হলে যে কোনও সময় তাদের হাত ছেড়ে বেরিয়ে আসতে পারেন নীতীশ। এটা এনডিএ শিবির ভাল করেই জানে। তাই কি লালুপ্রসাদ সম্ভাবনা জিইয়ে রাখলেন। উঠছে এই প্রশ্ন।

 

FREE ACCESS

 

Related Articles