দেশ

নীতীশের জন্য দরজা খোলা: লালুপ্রসাদ

Doors open for Nitish: Lalu Prasad

Truth Of Bengal: জাতীয় রাজনৈতিক মহলে জোরা আলোচনা চলছে, এনডিএ জোটে কি ক্রমশ গুরুত্ব হারাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সাম্প্রতিক কিছু ঘটনা কিন্তু সেই দিকেই আলোকপাত করছে। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, জাতীয় গণতান্ত্রিক জোটে (এনডিএ) থাকবেন নাকি মহাজোটে (ইন্ডিয়া) যোগ দেবেন?

এই প্রশ্নে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের দেওয়া বক্তব্য আলোড়ন তুলেছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিহারের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী বলেছেন, নীতীশ কুমারের জন্য দরজা খোলা রয়েছে। একত্রিত হয়ে কাজ করার আবেদন জানিয়েছেন লালু। আরজেডি সুপ্রিমো বলেন, নীতীশ কুমার যদি তাঁর দলকে নিয়ে আসতে চান তাহলে আসতে পারেন। লালুর এই বক্তব্য রাজনৈতিক মহলের আলোড়ন আরও জোরদার করেছে। পাশাপাশি এতে এনডিএ শিবিরের বেড়েছে অস্থিরতা।

উল্লেখ্য, ১ জানুয়ারি ছিল লালুপ্রসাদ যাদবের স্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর জন্মদিন। বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খান রাবড়ি জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ওই অনুষ্ঠানে সাংবাদিকরা লালু প্রসাদকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি সাফ বলেন, জনসাধারণের দরজা এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দরজা সবসময় খোলা।

দিন কয়েক আগে, লালু পুত্র তেজস্বী যাদব বলেছিলেন, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এখন ক্লান্ত। তাদের জন্য মহাজোটের দরজা বন্ধ। তবে তিনি এও বলেছিলেন, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়া হবে তা দলীয় হাইকমান্ডই নেবে। সেই সিদ্ধান্ত সর্বজনীনভাবে সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এর পর লালু প্রসাদের এই বক্তব্য সবাইকে চমকে দিয়েছে।

Related Articles