দেশ

গোরখপুরে কুকুরের আক্রমণ, ১ ঘণ্টায় আহত ১৭, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

Dog attack in Gorakhpur

Truth Of Bengal : গত ১৪ আগস্ট আরজিকর কাণ্ড নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, ঠিক সেই সময় ঘটে গিয়েছিল আরেক ভয়াবহ দুর্ঘটনা। কিন্তু কী সেই ঘটনা? জানা যায়, উত্তরপ্রদেশের গোরখপুরে একটি পথ কুকুরের কামড়ে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই কুকুরের কামড়ে এক ঘন্টার মধ্যে মহিলা ও শিশুসহ মোট ১৭ জন আহত হয়। ভাইরাল হওয়া এক সিসিটিভি ফুটেজে দেখা গেছে ২২ বছর বয়সী আশিস যাদব নামে এক ছাত্র তার বাড়ির বাইরে ফোনে কথা বলছিল। ঠিক সেই সময় হঠাৎ এক পথ কুকুর তাকে আক্রমণ করে। আশীষ নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করলেও, কুকুরটি তাকে ভয়ঙ্করভাবে কামড় দেয়। ফলে আশীষের মুখ, চোখ এবং ঠোঁট থেকে রক্তপাত শুরু হয়। এর পরে কুকুরটি তার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা এক মহিলা এবং পাশে খেলা দুটি ছোট মেয়েকে লক্ষ্য করে কামড় দেয়।

আহতদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, সেখানে গিয়ে তারা জলাতঙ্কের ভ্যাকসিন না পেয়ে পৌরসভার কাছে অভিযোগ জানায়। তবে অভিযোগ জানানোর পরেও পৌরসভার পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। অতিরিক্ত মিউনিসিপ্যাল ​​কমিশনার দুর্গেশ মিশ্র এই ঘটনার জন্য কোন ব্যবস্থা গ্রহণ করেননি। তবে ওই পথ কুকুরকে জীবাণুমুক্তকরণ এবং টিকাকরণের জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে।

Related Articles