দেশ

হাসপাতালের মধ্যেই ডাক্তারকে সপাটে চড়! ফের প্রশ্নের মুখে চিকিৎসক নিরাপত্তা

doctor assaulted in delhi hospital days after strike ended

Truth Of Bengal : আরজি কর কাণ্ডে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় শোকে মর্মাহত গোটা দেশ। শুধু দেশ নয়, এই ঘটনা নিয়ে তোলপাড় অন্যান্য দেশ। বর্তমানে এই ইস্যুতে একপ্রকার অগ্নিগর্ভ গোটা দেশ। নিরাপত্তার দাবিতে চলছে আন্দোলন। সেই ঘটনার মাঝেই ফের একবার প্রশ্নের মুখে চিকিৎসকদের নিরাপত্তা। কী ঘটল এবার? দিল্লির এক চিকিৎসককে সপাটে চড় মারার অভিযোগ উঠল রোগী ও তাঁর পরিবারে বিরুদ্ধে। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা যায়, আরজি কর কাণ্ডের প্রতিবাদের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিল চিকিৎসকমহল। কিন্তু কর্মবিরতি প্রত্যাহারের পর গত শনিবার কাজে যোগ দিয়েছেন চিকিৎসকরা। আর সেখানেই ঘটল বিপত্তি। এদিন হাসপাতালে কাজে যোগ দেওয়ার পর ডাক্তার হেজওয়ার হাসপাতালে নিগৃহীত হন বলেই অভিযোগ। অভিযোগের তির রোগী ও তাঁর আত্মীয়দের দিকে। এক সংবাদমাধ্যমকে ওই চিকিৎসক জানান, “শনিবার রাত ১টা নাগাদ মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে আসেন এক রোগী। তাঁকে ভর্তি করা হয় সিসিইউতে। ড্রেসিংরুমে নিয়ে গিয়ে রোগীর ক্ষতস্থান সেলাই করার সময় অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন রোগী। সজোরে ধাক্কা মারেন ও শারীরিক নিগ্রহ করেন।”

চিকিৎসক আরও বলেন, “এই পরিস্থিতির মাঝেই ঘরের মধ্যে ঢোকে রোগীর ছেলে। কোনও কারণ ছাড়াই সজোরে চড় মারে আমায়। এর পর দুজন মিলে মারধর করে।” এরপর চিকিৎসকের দাবি, ওই রোগী ও তাঁর ছেলে মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা চিকিৎসক মহল থেকে শুরু করে গোটা এলাকায়।

Related Articles