দেশ
কানপুরে দীপাবলির দিন ভয়াবহ বিস্ফোরণে নিহত ২, আহত ৪
Diwali day terrible explosion, killed 2 injured 4

Truth Of Bengal: দীপাবলির দিন বিস্ফোরণে প্রাণ হারালেন এক দম্পতি, আর আহত হয়েছেন পরিবারের অন্য সদস্যরা। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের কানপুরের সিসামৌ এলাকার একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। সে ঘটনায় ২ জন নিহত ও আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে এমনই তথ্য উঠে এসেছে।
দীপাবলিতে প্রায় এলাকায় বহু ধরনের বাজি পোড়ানো হয়। সেকারণে এ সময় প্রায় দুর্ঘটনার খবর শোনা যায়। তবে এই বিষ্ফোরণ সম্পূর্ণ আলাদা বলে জানা গিয়েছে। পুলিশের অনুমান, সত্যিকারের বোম ফেটেই এই ঘটনা হয়েছে। এই ঘটনায় ওই বাড়ির চাল পর্যন্ত উড়ে গিয়েছে। এমনকি বিস্ফোরণের জেরে আশেপাশের বাড়িগুলিও ভেঙে পড়েছে।
অনুমান করা হচ্ছে এই ঘটনায় আরও অনেক মানুষ আহত হয়েছেন। এই ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনাটি সিসামৌ থানার গণেশ পার্ক এলাকায় এই ঘটনাটি ঘটেছে।