দেশ

বিছানার চাদর নিয়ে বিবাদ! অভিমানে আত্মঘাতী ছাত্রী

Dispute over bed sheets! A student who committed suicide in pride

Truth Of Bengal, Barsa Sahoo : নিজের বাড়িতেই আত্মঘাতী এক মেয়ে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে চামরাজপেট এলাকায়। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিন্তু হঠাৎ কী এমন ঘটল যে এহেন পদক্ষেপ নিতে হল?

জানা যায়, ব্যাঙ্গালোরের চন্নাসান্দ্রার একটি মেয়ে তার পরিবারের সাথে বসবাস করত। নাম শ্রব্যা। বেসরকারি কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল সে। বয়স ১৯। গত রাতে বিছানার চাদর নিয়ে তার বড় বোনের সাথে সামান্য বিবাদ লেগেছিল। এরপর সে রোজকার মত ঘুমোতে যায়। পরের দিন অর্থাৎ শনিবার সকালে বাড়ির মেয়ে ঘুম থেকে উঠতে দেরি করছে দেখে বাড়ির সদস্যরা ৬টা নাগাদ ডাকাডাকি শুরু করেন। তবে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও কোন সাড়া না মেলায় অবশেষে তারা দরজা ভাঙতে বাধ্য হয়।

এরপর দরজা খুলে ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ। তারা দেখেন তাদের বাড়ির মেয়ের দেহ শোবার ঘরে ঝুলছে। ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখে নিজেদের সামলাতে পারেননি তারা। এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। তবে, তার বাড়িতে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। শ্রাব্যার বন্ধুরা এবং সতীর্থরা জানান, সে তার বাবা-মায়ের মধ্যে বারবার ঝগড়ার কারণে বিরক্ত হয়েছিল। এই কারনে তার মানসিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল।

Related Articles