দশেরায় পাননি নতুন শাড়ি, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপ! তারপর যা হল
Did not get a new saree on Dussehra, jumped in front of the train! Then what happened

Truth Of Bengal: শাড়ি না পাওয়ায় প্রাণ ত্যাগ গৃহবধূর? স্বামীর কাছে আবদার করে শাড়ি চেয়েছিলেন, কিন্তু সেই আবদার রাখেনি স্বামী। তাই হতাশা ও অভিমানের জেরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন বধূ। এর পর তাঁর দেহ উদ্ধার করে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে পুলিশ। শুরু হয় তদন্ত।
ঝাড়খণ্ডের দুমকা জেলার বাগঝোপা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মৃতার স্বামী ট্রাক চালিয়ে তাদের সংসার চালায়। মৃত মহিলার নাম সেন্দো দেবী, বয়স ২৬, তিনি দু’সন্তানের মা। শনিবার দশেরা ছিল কিন্তু স্বামীর থেকে উৎসবে কোন শাড়ি পাননি মহিলা। পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, উৎসবে নতুন শাড়ির জন্য স্বামীর কাছে ওই মহিলা বায়না করেছিলেন। কিন্তু তাঁর স্বামী তাঁকে বলেছিলেন, তাঁর কাছে শাড়ি কেনার মতো সামর্থ্য নেই। এরপরেই সংসারের দারিদ্র ও স্বামীর প্রতি অভিমানে হতাশাগ্রস্থ হয়ে আত্মঘাতী হন মহিলা।
ওই দম্পতি তাঁদের দুই সন্তানকে নিয়ে রেললাইনের ধারেই বসবাস করতেন। শনিবার রাতে শাড়ি নিয়ে দম্পতির মধ্যে বচসা হয়। এরপর বাড়ি থেকে বেরিয়ে যান মহিলা। তারপর ট্রেন আসতেই ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই মহিলা। এরপর উদ্ধার হয় মৃতার দেহ।