নয়ডার বহুতলে বিধ্বংসী আগুন, চাঞ্চল্য এলাকায়
Devastating fire in Noida's high-rise, Chanchalya area

The Truth Of Bengal : আবারো নয়ডার বহুতলে বিধ্বংসী আগুন। আর এই বিধ্বংসী আগুনে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা যায়, বুধবার মাঝরাতে নয়ডার সেক্টর ১১৯ এর এলডেকো সোসাইটির ১৭ তলায় হঠাৎ বিধ্বংসী আগুন লাগে। এরপর কয়েকজন ব্যক্তি ওই বহুতলে আগুন দেখতে পায়। তৎক্ষণাৎ তারা স্থানীয়দের চিৎকার করে ডাকতে শুরু করে। তখন স্থানীয়রা এত চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে দৌড়ে আসে। তারা এসে দেখে আগুনের লেলিহান চারিদিকে ক্ষণিকের মধ্যে ছড়িয়ে পড়ছে। এরপর প্রথমে তারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে।
#WATCH नोएडा, उत्तर प्रदेश: सेक्टर 119 में स्थित एल्डेको सोसाइटी की 17वीं मंजिल पर शॉर्ट सर्किट के कारण आग लग गई। (5.06) pic.twitter.com/g0nq94n9zy
— ANI_HindiNews (@AHindinews) June 5, 2024
এরপর দীর্ঘ প্রচেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণে না আসায় এলাকাবাসীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। এই ফায়ার সার্ভিসের কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। তবে কি করে এই ধরনের ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।