দেশ

সংসদ ভবন লিক করে পড়ছে জল! ভিডিও পোস্ট করে পুরনো সংসদ ভবন ফেরত চাইলেন ডেরেক ও’ব্রায়ান

Derek O'Brien asked for the return of the old parliament building by posting a video

The Truth Of Bengal: লাগাতার বর্ষার  বৃষ্টিতে জল থৈথৈ সংসদ চত্বর।সংসদে ব্যস্ততার মধ্যে এই জল থৈথৈ অবস্থা বিড়াম্বনা বাড়ায় সাংসদদের।অনেকেই গণতন্ত্রের মন্দিরে ঢুকতে গিয়ে নাজেহাল হন।এই ঘটনাকে হাতিয়ার করে কেন্দ্রকে চড়াসুরে আক্রমণ শানিয়েছেন ডেরেক ওব্রায়েন।মোদি সরকারকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় ডেরেকের কটাক্ষ,নতুন মোদি সরকারের সবেতেই লিক।এমনকি জনতার রায়ও লিক।তিনি পুরনো সংসদ ভবন ফেরানোর দাবি তুলেছেন। বর্ষার বৃষ্টিতে ভাসছে উত্তরভারতের মতোই দক্ষিণভারতের নানা অংশ। কিন্তু যে সংসদকে  গণতন্ত্রের মুক্তমঞ্চ বলা হয়, সেখানে জলযন্ত্রণার দৃশ্য,সারা দেশজুড়ে তোলপাড় ফেলে দিয়েছে।

মোদির স্বপ্নের নতুন সংসদ ভবনের দুরাবস্থা বেআব্রু হতেই শোরগোল পড়েছে। ১২০০কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন সংসদ ভবনের বেহাল দশার জন্য সরকারকে তুলোধনা করেছে বিরোধীরা।২০২৩ সালের ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেপ্টেম্বর থেকে অধিবেশনের সূচনা হয় গণতন্ত্রের নবনির্মিত ভবনে। অর্থাৎ, বছর ঘোরার আগেই মাঝ বর্ষায় বিপত্তির মুখে পড়ে  সংসদ ভবন।  ১ অগস্ট সংসদের নতুন ভবনের ছাদ চুঁইয়ে জল পড়ার ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছিল। রাজ্যসভার তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন সেদিন মোদী সরকারকে আক্রমণ করে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, “নতুন মোদী সরকারের সবেতেই লিক। পেপার লিক, ওয়াটার লিক, সিস্টেম লিক। এমনকী জনতার রায়ও লিক।” এবার রাজ্যসভাতেও সেই একই হাল! জল থইথই সংসদ ভবন!

 

View this post on Instagram

 

A post shared by Derek O’Brien (@derekobrienmp)

ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে পুরনো সংসদ ভবন ফিরিয়ে আনার দাবি জানালেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন।ডেরেক ওব্রায়েন লেখেন, ‘সামান্য বর্ষণ প্রতিরোধের ক্ষমতা  নেই। গণতন্ত্রের মন্দিরের কী অবস্থা!” কেন বারবার এই অবস্থা তৈরি হচ্ছে,এই প্রসঙ্গে কেন্দ্রের ব্যাখা বিরোধীদে সন্তুষ্ট করতে পারেনি। লোকসভা সচিবালয়ের তরফে  জল লিকের ঘটনার পিছনে এক  ব্যাখ্যা দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে, নতুন সংসদ ভবনে কাচের গম্বুজ বা ডোম থেকেই এই বিপত্তি। গম্বুজের কাচ জোড়া লাগানোর জন্য আঠালো পদার্থ ব্যবহার করা হয়েছিল। আঠার ফাঁক থেকে জল চুঁইয়ে এই বেহাল দশা তৈরি হয় বলে জানানো হয়।   লোকসভার সচিবালয়ের যুক্তি একেবারেই মানতে নারাজ বিরোধীরা।

Related Articles