দেশ
Trending

ঘন কুয়াশায় বিপর্যস্ত বিমান পরিষেবা, যাত্রীদের জন্য বড় ঘোষণা এয়ার ইন্ডিয়ার

Dense fog disrupts flight services, Air India makes big announcement for passengers

The Truth Of Bengal: শীত পড়তেই দিল্লি-সহ গোটা উত্তর ভারত কুয়াশার আঁধারে। এর জেরে রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক উড়ান বাতিল কিংবা বিলম্বিত হয়েছে। এই অবস্থায় যাত্রীদের পাশে দাঁড়াল এয়ার ইন্ডিয়া । বিমান সংস্থার তরফে জানানো হল, কুয়াশার কারণে বিমান যাত্রায় লম্বা দেরি হলে যাত্রীরা ‘নিখরচায়’ সেই টিকিট বাতিল বা উড়ানের সময় পরিবর্তন করতে পারবেন।

শীতের মরসুমে বরাবর কুয়াশার কাঁটায় বিদ্ধ হয় দিল্লি। সেই সমস্যার কথা মাথায় রেখে গত বছরই যাত্রীদের জন্য ‘এয়ার ইন্ডিয়া ফগকেয়ার’ স্কিম এনেছিল টাটার বিমান সংস্থা। এর অধীনে যে সমস্ত উড়ানের দীর্ঘ বিলম্ব হবে কিংবা বাতিল হবে, সেই উড়ানগুলির যাত্রীরা ‘নিখরচায়’ টিকিট বাতিল বা উড়ানের সময় পরিবর্তন করতে পারবেন। আজ বিমান সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, যাত্রীদের যে কোনও প্রয়োজনে তারা পাশে আছে। প্রতিকূল আবহাওয়ায় যাত্রীদের সুবিধার্থে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, বুধবারের মতো বৃহস্পতিবার ভোরেও ঘন কুয়াশায় দিল্লির দৃশ্যমানতা কার্যত পৌঁছায়। যার জেরে রাস্তায় গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। দেরিতে চলছে ট্রেন। গতকাল বিঘ্নিত হয়েছিল ১১০টির বেশি উড়ান পরিষেবা। এদিন ১৩৪টি উড়ান দেরিতে যাত্রা করে। অন্যদিকে ২২টি ট্রেন দেরিতে ছাড়ে। প্রায় অন্ধ রাস্তাঘাটে ধীরে লয়ে এগোতে দেখা যায় গাড়িগুলিকে। কুয়াশার পাশাপাশি শীতে জবুথবু রাজধানী। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পৌঁছেছে। শৈত্যপ্রবাহ চলছে গোটা উত্তরভারত জুড়ে।

Free Access

Related Articles