
The Truth of Bengal: দিল্লিতে বাড়ছে লাফিয়ে লাফিয়ে ডেঙ্গুর প্রকোপ। গত ৩ মাসে হাসপাতাল চত্বরে ভরে গিয়েছে ডেঙ্গটে আক্রান্ত হওয়া রোগীদের সংখ্যা। এবার ডেঙ্গু নিয়ে দিল্লি পুরসভার কাছে রিপোর্ট চাইল দিল্লি হাইকোর্ট। দিল্লি পুরসভা ডেঙ্গুর প্রকোপ কমাতে কি ব্যবস্থা নিয়েছে তা জানাতে হবে সেই রিপোর্টে। পুরসভা যদি এত সচেতন হয়ে থাকে তাহলে কেন ডেঙ্গুর বাড় বাড়ন্ত।
এই নিয়ে উঠছে প্রশ্ন। দিল্লিতে বেড়েই চলেছে মশার বংশবৃদ্ধি। এই বংশবৃদ্ধি কমাতে আদেও পুরসভার তরফে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তাও এই রিপোর্টে উল্লেখ করতে হবে পুরসভাকে। দিল্লির স্বাস্থ্য দফতরের মতে হাসপাতালে ডেঙ্গু রোগীদের ভিড় উপচে পড়ছে। প্রত্যেক এলাকায় মশার উপদ্রপ কমাতে যথাযথ ব্যবস্থা না করলে তাদের বিরুদ্ধে ফাইনের ব্যবস্থা করা হবে পুরসভার তরফে।
শহরের একাধিক নর্দমাতে জল জমে সেখানে যাতে মশা ডিম না পারতে পারে সেই জন্য ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাইকোর্ট। দিল্লিতে অত্যাধিক পরিমাণে বেড়েছে মশার উপদ্রপ। যে কারণে ডেঙ্গু রোগের প্রভাব ও বাড়ছে রাজধানীতে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলেও মৃত্যু হচ্ছে অনেকেরই। এই নিয়ে আতঙ্কে রয়েছে দিল্লির সাধারণ মানুষ।