দেশ

যুদ্ধ পরিস্থিতিতে জরুরি বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী, উপস্থিত থাকবেন তিন বাহিনীর প্রধান ও সেনা সর্বাধিনায়ক

Defense Minister to hold emergency meeting in case of war, chiefs of three services and Army Commander to be present

Truth Of Bengal: ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতির আবহে দেশের প্রতিরক্ষায় বড়সড় সিদ্ধান্তের সম্ভাবনা। এই পরিপ্রেক্ষিতেই শুক্রবার তিন বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে চলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) তথা সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহানও।

বিশ্লেষকদের মতে, বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রীর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সীমান্তে পাকিস্তানের লাগাতার উসকানিমূলক তৎপরতা, বালোচিস্তান পরিস্থিতি এবং আইপিএল বাতিলের মতো বড় সিদ্ধান্তের পর দেশের অভ্যন্তরে নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, সেনা, নৌ ও বায়ুসেনা— তিন বাহিনী সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা কীভাবে আরও জোরদার করতে পারে, তা নিয়েও আলোচনা হবে। সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা, এবং নৌসেনার মাধ্যমে উপকূল রক্ষার বিষয়েও হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

উল্লেখ্য, এর আগেই দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি সাধারণ উড়ান এবং বেসামরিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ। এই পরিস্থিতিতে তিন বাহিনীর সমন্বয় এবং যুদ্ধসক্ষমতা পর্যালোচনার লক্ষ্যে এই বৈঠককে এক কথায় বলা হচ্ছে “কৌশলগত টার্নিং পয়েন্ট”।

Related Articles