মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বিশেষ ঘোষণা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং- এর
Defense Minister Rajnath Singh made a special announcement on his visit to the United States

Truth of Bengal: মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মেরিলেন্ড একটি আমেরিকান নৌ সারফেস ওয়ারফেয়ার পরিদর্শনে গিয়ে রাজনাথ সিং বলেন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার জন্য এবং একে অপরের অভিজ্ঞতা থেকে উপকৃত হবার জন্য আগ্রহী। প্রতিরক্ষা মন্ত্রী এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, নেভাল সারফেস ওয়ার ফেয়ার সেন্টার পরিদর্শন করে আমেরিকান নৌ সুবিধাগুলি তিনি দেখেছেন।
Visited Naval Surface Warfare Centre at Carderock and witnessed the pathbreaking experiments at the facility. India and the US look forward to work together and benefit from each other’s experiences. pic.twitter.com/1uoRTlVNjG
— Rajnath Singh (@rajnathsingh) August 25, 2024
মার্কিন যুক্তরাষ্ট্র সফরের আগে রাজনাথ সিং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্ট্রিনের সঙ্গে দেখা করেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় অস্টিন মার্কিং ও ভারত সম্পর্কের প্রশংসা করেন। তিনি তাদের সামরিক বাহিনীর মধ্যে ক্রিটিকাল সাপ্লাই চেইন এবং আন্ত কার্যক্ষমতা জোরদার করার প্রচেষ্টা সহ বিভিন্ন প্রতিরক্ষা ইসুতে দেশগুলোর সহযোগিতা বৃদ্ধির কথা উল্লেখ করেন। তিনি আরো বলেন তারা প্রতিরক্ষা শিল্পকে সম্প্রসারিত করার পাশাপাশি উৎপাদন এবং সরবরাহ ক্ষেত্রে আরো জোর দিচ্ছে।
গ্রীষ্মের সময় প্রশান্ত মহাসাগরে রিম- এ ভারতের অংশগ্রহণকে উল্লেখ করেন। হাওয়াইতে মার্কিন নৌ বাহিনীর নেতৃত্বে বৃহৎ মহড়ায় ২৯ টি অংশীদার দেশকে একত্রিত। করেছে। ভারত মহাসাগরে ভারতীয় নৌবাহিনী গুরুত্বপূর্ণ নিরাপত্তার কথা উল্লেখ করেন প্রতিরক্ষা সচিব লয়েড অস্ট্রিন। জাতীয় নিরাপত্তা স্বার্থে একাধিক বিষয় নিয়ে অস্ট্রিন ও রাজনাথ সিং এর বৈঠক হয়। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় প্রতিরক্ষা প্রচারে পণ্য ও পরিষেবা গুলি প্রদানে সহায়তা দিতে সম্মত হয়েছে।