
The Truth Of Bengal : তামিলনাড়ুতে বিষ মদ পানে মৃতের সংখ্যা বেড়ে হল ৬১। এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৮ জন। গত ১৮ জুন বুধবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছিল তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায়। বিষ মদ পানের পর থেকে প্রায় প্রতিদিন মৃত্যুর ঘটনা ঘটছে হাসপাতালে চিকিৎসাধীন থাকা ব্যক্তিদের। এখনও পর্যন্ত সেই সংখ্যা বেড়ে হল ৬১।
এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তিনি সিবি-সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। কাল্লাকুরিচি ডিএম-কে সরিয়ে দেওয়া হয়েছে। বদলি করা হয়েছে পুলিশ সুপারকেও। ইতিমধ্যে বিষ মদ বিক্রেতাকে গ্রেফতার করার পাশাপাশি কয়েকশো লিটার মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।
এক সপ্তাহ হয়ে গেলেও বিষয়টি নিয়ে এখন উত্তেজনা আছে রাজ্য রাজনীতিতে। মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নির্দেশের পরেই তল্লাশির পাশাপাশি তদন্তও অব্যাহত আছে। এদিকে ন্যাশনাল কমিশন ফর উইমেন (এনসিডব্লিউ) বিষ মদ কাণ্ডে ৬জন মহিলার মৃত্যুর বিষয়টিতে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। সংস্থার সদস্য খুশবু সুন্দর বুধবার মৃতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার পাশাপাশি যারা চিকিৎসাধীন আছেন তাদের সঙ্গে দেখা করে কথা বলেন।
এই ঘটনার জের এসে পৌঁছেছে তামিলনাড়ু বিধানসভায়। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডিএমকে এবং বিরোধী দল এআইএডিএমকে-র মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধ বাড়ছে দুই পক্ষের। বিরোধী শিবিরের দাবি, বিধানসভায় তাঁদের বলতে দেওয়া হচ্ছে না।