দেশ

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে গ্রেফতার নৃত্যশিক্ষক

Dance teacher arrested for molesting student

Truth Of Bengal: পুণেতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার নৃত্যশিক্ষক। জানা গিয়েছে, পুণে পুলিশ শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ৩৯ বছর বয়সি নৃত্য শিক্ষককে ১১ বছর বয়সি ছাত্রের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করেছে৷

মঙ্গলবার এক সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষক সোমবার ওই ছাত্রীকে অশ্লীলভাবে স্পর্শ করেছিলেন। এরপর ছাত্রীটি স্কুলের কাউন্সেলরের সঙ্গে যোগাযোগ করে, যিনি স্কুলের অধ্যক্ষকে বিষয়টি জানান। পরে ছাত্রীর বাবা-মা ও পুলিশকে খবর দেওয়া হয়।

এই নাচের শিক্ষকের বিরুদ্ধে এর আগেও ১০ বছর বয়সি ছাত্রীকে অশ্লীলভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছিল। সেই বিষয়েও একটি পৃথক মামলা নথিভুক্ত করা হবে বলে জানা গিয়েছে।

বর্তমানে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় জাস্টিস কোড (বিএনএস) এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা করা হচ্ছে।

Related Articles