দেশ

বাবা হলেন ধ্রুব রাঠি, পেলেন মজাদার শুভেচ্ছা

Dad is Dhruv Rathee, got funny greetings

Truth Of Bengal : জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি বাবা হলেন। তার স্ত্রী জুলি এলবিআর জন্মদিনের পুত্রসন্তানের। আর তারপর সদ্যজাতকে কোলে নিয়ে এক্সছ ছবি পোস্ট করেছেন ধ্রুব। হাসিমুখে পুত্র সন্তানকে কোলে নিয়ে পোস্ট করা ছবিতে তিনি লিখে রেখেছেন , আমাদের পুত্র সন্তান পৃথিবীতে এলো তাকে স্বাগত। ইতিমধ্যে দেশের নানান প্রান্তের মানুষজন তাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন। কমেন্ট সেকশনে কেউ কেউ লিখছেন ছোট্ট ধ্রুব জন্ম নিলেন।

একজন আমার মজা করে লিখছেন ধ্রুব শিশুকে বলছেন বলো পাপা। জুলি বলছেন বলো মাম্মা । ধ্রুব রাঠিকে দর্শকেরা দেখে থাকেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ইউটিউবে তিনি নানান বিষয়ে ভিডিও বানান সেগুলো পোস্ট করে থাকেন। মূলত রাজনৈতিক ইস্যুই সেখানে বেশি থাকে। তবে সামাজিক নানান বিষয়ে তিনি বলে থাকেন। তার যুক্তিসংগত এবং উপযুক্ত তথ্য নিয়ে বলা কথা দর্শকদের মন কেড়েছে।

যখন যা ঘটছে তখন তাই নিয়ে মূলত তিনি ভিডিও পোস্ট করে থাকেন। দর্শকেরা যেমন তার ভিডিও দেখেন সব সময় সে তেমন ভাবে তিনি কি করছেন কি করছেন না সেটাও খেয়াল করে দেখেন। ধ্রুব যখনই তার পুত্র সন্তান জন্ম নেওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ঠিক তখনই হাজার একটা কমেন্ট। যেগুলো একেবারে মজাদার কমেন্ট। গত জুলাই মাসে তিনি জানিয়েছিলেন তাদের পরিবারের নতুন সদস্য আসতে চলেছে। এলো নতুন সদস্য।