ঠিকানা নিয়ে বচসা, জেপ্টো কর্মীর হাতে আহত গ্রাহক
Customer injured by Zepto employee in argument over address

Truth Of Bengal: বেঙ্গালুরুর বাসবেশ্বরনগরে ২১ মে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনার কেন্দ্রে জেপ্টোর এক ডেলিভারি এক্সিকিউটিভ। অভিযোগ, ঠিকানা বিভ্রাটকে কেন্দ্র করে ওই কর্মী এক গ্রাহকের ওপর চড়াও হন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুবর্ধন নামে ডেলিভারি এক্সিকিউটিভ বাসবেশ্বরনগরের এক ৩০ বছর বয়সী ব্যবসায়ীর বাড়িতে খাবার পৌঁছে দিতে যান। সেই সময় গ্রাহকের শ্যালিকা খাবার নিতে গেলে তিনি ঠিকানা ভুল দেওয়ার অভিযোগ তুলে চিৎকার শুরু করেন।
এ নিয়ে যখন গ্রাহক শশাঙ্ক হস্তক্ষেপ করেন এবং ডেলিভারির আচরণ নিয়ে প্রশ্ন তোলেন, তখন বিষ্ণুবর্ধন উত্তেজিত হয়ে তাকে গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ। এমনকি শশাঙ্কের মাথায় আঘাত করে তার মাথার খুলিও ভেঙে দেন বলে জানা গিয়েছে। এই পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
ঘটনার পর বাসবেশ্বরনগর থানায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ২০২৩ অনুযায়ী ধারা 115(2), 126(2), 351(2) এবং 352 ধারায় মামলা দায়ের করা হয়েছে। জেপ্টো কোম্পানিকে একটি নোটিশ পাঠিয়ে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। বর্তমানে তদন্ত চলছে।