মণিপুরে চাপা উত্তেজনা থাকায় জারি কার্ফু, থৌবল জেলায় গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু ৪ জনের
Curfew imposed in Manipur

The Truth Of Bengal : নতুন বছরের প্রথম দিনেও ফের হিংসা মণিপুরে । নতুন বছরকে স্বাগত জানাতে যেখানে সারা দেশে আনন্দ-উৎসব হচ্ছে। সেখানে মণিপুরে ফের হিংসার ঘটনা। গুলিচালনার জেরে সোমবার মণিপুরের থৌবল জেলায় বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তার জেরে উত্তর-পূর্বের এই রাজ্যের ৫টি জেলায় কার্ফু জারি করা হয়েছে। সংবাদ সংস্থা সূত্রের খবর, এখনও হামলাকারীদের শনাক্ত করা যায়নি।
হঠাৎ এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে হামলাকারীরা, ঘটনাস্থলেই কয়েকজন মারা গিয়েছেন। হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন জখম ব্যক্তি। হামলার পরে পাল্টা হিংসা ছড়ায়। সূত্রের খবর, বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পুলিশ সূত্রের খবর, থৌবল, পূর্ব ইম্ফল , পশ্চিম ইম্ফল, কাকচিং এবং বিষ্ণুপুর জেলায় কার্ফু জারি করা হয়েছে।
এই ঘটনার কড়া নিন্দা করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ । একটি ভিডিও বার্তায় কড়া নিন্দা করার পাশাপাশি এলাকায় বাসিন্দাদের শান্তি বজায় রাখতে অনুরোধ করেছেন তিনি। এই ঘটনায় যারা দোষী তাদের দ্রুত আইনি প্রক্রিয়ায় শাস্তি দেওয়ার ব্যবস্থা হবে বলে আশ্বাস দিয়েছেন। সূত্রের খবর, একটি আপৎকালীন মিটিংও ডেকেছেন মণিপুরের মুখ্য়মন্ত্রী।
FREE ACCESS