দেশ

কাশ্মীরে জঙ্গি হানায় নিহত CRPF জওয়ান, জখম ৬, চলছে গুলির লড়াই

CRPF jawan killed in militant attack in Kashmir

The Truth of Bengal: জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু হল এক CRPF জওয়ানের। আহত হয়েছেন আরও ৬ জন নিরাপত্তারক্ষী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কাঠুয়া এবং ডোডা জেলায়। অন্যদিকে, নিরাপত্তারক্ষীদের গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে। সেনাবাহিনীর এক অফিসার জানিয়েছেন, আহতদের মধ্যে রয়েছেন রাষ্ট্রীয় রাইফেলের ৫ জন জওয়ান এবং একজন বিশেষ পুলিশ অফিসার। মঙ্গলবার রাতে তাঁদের লক্ষ করে গুলি চালায় জঙ্গিরা। নিরাপত্তার দায়িত্বে থাকা CRPF জওয়ান কবীর দাস জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

[আরও পড়ুনঃ পাথরপ্রতিমার ব্লক সম্পাদকের উপর দুষ্কৃতী হামলা, চাঞ্চল্য এলাকায়

এই হামলার ঘটনার পর জম্মু ও কাশ্মীর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পুরো এলাকাটি ঘিরে রেখেছে। সেখানে প্রতিটি বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকের লড়াই চলছে। তিনদিন আগে তীর্থযাত্রীদের একটি বাসে হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা। সেই হামলায় প্রথমে ৯ ও পরে আর এক জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল। তারপর আবার জঙ্গি হানা।

জঙ্গিদের নিকেশ করতে কাঠুয়ায় এখনও অভিযান জারি রয়েছে বলে জানা গিয়েছে। কাঠুয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানের তত্ত্বাবধানে থাকা জম্মু জোনের পুলিশের অতিরিক্ত ডিজি আনন্দ জৈন বলেছেন, ডোডার ছত্তরগলা এলাকায় সেনাবাহিনীর ঘাঁটিতে গভীর রাতে সন্ত্রাসীরা হামলা চালায়। সেখানে রাষ্ট্রীয় রাইফেলস এবং পুলিশের যৌথ বাহিনী রয়েছে। সেই যৌথ বাহিনীর ওপরেই গভীর রাতে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাবও দেওয়া হয়।

Related Articles